গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। তাঁরা আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সড়ক দুটি অবরোধ করে প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ করেন।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, মহানগরীর বাসন সড়ক এলাকায় আলেমার টেক্সটাইল লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অনেকের তিন মাসের বেতন বকেয়া। এখানে নিয়মিত বেতন দেওয়া হয় না, মাসের বেতন একসঙ্গে না দিয়ে কিস্তিতে দেওয়াসহ বিভিন্ন সমস্যা রয়েছে।
এসব সমস্যা সমাধানের দাবিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় দুই মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কারখানার শ্রমিক আলম বলেন, মালিকপক্ষ শ্রমিকদের নিয়মিত বেতন দেয় না। বেতন ভেঙে ভেঙে দেওয়া হয়। এসব কারণে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে সেনাবাহিনী, মহানগর পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে আধা ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘একটি পোশাক কারখানার শ্রমিকেরা কিছু সময়ের জন্য ভোগড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে আমরা তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হই এবং যান চলাচল শুরু হয়।’
পুলিশ সুপার আরও বলেন, ‘ঈদ সামনে রেখে আমরা তৎপর রয়েছি। আমরা শ্রমিকদের যেকোনো ন্যায়সংগত দাবি আদায়ের পক্ষে। কিন্তু এ কারণে সড়ক- মহাসড়কসহ কোথাও মানুষের কোনো ধরনের ভোগান্তি যাতে না হয় সে বিষয়ে সচেষ্ট রয়েছি।’
গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। তাঁরা আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সড়ক দুটি অবরোধ করে প্রায় আধা ঘণ্টা বিক্ষোভ করেন।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, মহানগরীর বাসন সড়ক এলাকায় আলেমার টেক্সটাইল লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অনেকের তিন মাসের বেতন বকেয়া। এখানে নিয়মিত বেতন দেওয়া হয় না, মাসের বেতন একসঙ্গে না দিয়ে কিস্তিতে দেওয়াসহ বিভিন্ন সমস্যা রয়েছে।
এসব সমস্যা সমাধানের দাবিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় দুই মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কারখানার শ্রমিক আলম বলেন, মালিকপক্ষ শ্রমিকদের নিয়মিত বেতন দেয় না। বেতন ভেঙে ভেঙে দেওয়া হয়। এসব কারণে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে সেনাবাহিনী, মহানগর পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে আধা ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘একটি পোশাক কারখানার শ্রমিকেরা কিছু সময়ের জন্য ভোগড়া এলাকায় মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে আমরা তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হই এবং যান চলাচল শুরু হয়।’
পুলিশ সুপার আরও বলেন, ‘ঈদ সামনে রেখে আমরা তৎপর রয়েছি। আমরা শ্রমিকদের যেকোনো ন্যায়সংগত দাবি আদায়ের পক্ষে। কিন্তু এ কারণে সড়ক- মহাসড়কসহ কোথাও মানুষের কোনো ধরনের ভোগান্তি যাতে না হয় সে বিষয়ে সচেষ্ট রয়েছি।’
মাগুরার সেই ৮ বছরের শিশুটিকে একাই ধর্ষণ করেছিলেন বড় বোনের শ্বশুর। তিনি মেয়েটির চিৎকার আটকাতে গলায় ওড়না পেঁচিয়ে টেনে ধরে ছিলেন। তিনি আদালতে দোষ স্বীকার করে দেওয়া জবানবন্দিতে এ কথা জানিয়েছেন। আদালত সূত্রে ও পুলিশের তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। মাগুরার সিনিয়র জুডিশিয়াল..
২৮ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়া ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেবাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে রাজধানীর বিমানবন্দরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা ‘দখলদার হটাও...
৩৮ মিনিট আগেঅল্প খরচে লাভ বেশি হওয়ায় ঝিনাইদহ জেলার বিভিন্ন অঞ্চলে ভুট্টা চাষ দিন দিন বেড়ে চলেছে। বোরো ধান ও অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় বিকল্প ফসল হিসেবে ভুট্টা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে।
১ ঘণ্টা আগে