Ajker Patrika

নগরকান্দায় পিকআপ উল্টে নিহত ১ 

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১২: ৩৬
নগরকান্দায় পিকআপ উল্টে নিহত ১ 

ফরিদপুরের নগরকান্দায় পিকআপ উল্টে একজন নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডাংগী বাজার এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে হতাহতদের কারও পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে ডাংগী বাজারে ফরিদপুরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  যায়। পিকআপে থাকা  ছয় জনের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং বাকিরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনাস্থলে ভাঙ্গা হাইওয়ে থানা ও নগরকান্দা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম জানান, ‘আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নগরকান্দা উপজেলার ডাংগী বাজারে একটি পিকআপ সড়কে উল্টে যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন কারও পরিচয় জানা যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত