Ajker Patrika

শ্রীপুরে নৌকার ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
Thumbnail image

গাজীপুর–৩ আসনে (শ্রীপুর) নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে ক্যাম্পের ফেস্টুন ব্যানার পোস্টার ত্রিপল পুড়ে ছাই হয়ে গেছে। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মী–সমর্থকেরা আগুন দিয়েছে বলে অভিযোগ নৌকা প্রতীকের সমর্থকদের। 

গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইদ গ্রামের শফিক মোড় এলাকায় নৌকা প্রতীকের অস্থায়ী ক্যাম্পে ওই ঘটনা ঘটে। 

তেলিহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নৌকা প্রতীকের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের বিষয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষ করে রাত ১১টার পরপরই বাসায় চলে যাই। সকালে মসজিদের মুসল্লিরা নামাজ আদায় করতে মসজিদে এসে অফিসে আগুন লাগার বিষয়টি জানায়।’ 

রফিকুল ইসলাম রফিক আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখি অফিসের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ধারণা করছি, স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকেরা নৌকা প্রতীকের অস্থায়ী ক্যাম্পে আগুন দিয়েছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও রিটার্নিং কর্মকর্তাকে ফোন করে জানানো হয়েছে। 

স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ (ট্রাক) প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল বাতেন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কোনো কর্মী সমর্থক নৌকা প্রতীকের ক্যাম্পে আগুন দেয়নি। এটি মিথ্যা অভিযোগ।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করতে ইতিমধ্যে রওনা হয়েছি। তদন্ত করতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’ 

গাজীপুর-৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট সাতজন প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি (নৌকা), কৃষক শ্রমিক জনতা লীগ আব্দুর রহমান (গামছা), বাংলাদেশ তরীকত ফেডারেশন মো. জয়নাল আবেদীন (ফুলের মালা), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মো. জহিরুল মন্ডল (মশাল), জাতীয় পার্টির এম সাইফুল ইসলাম (লাঙল), মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ স্বতন্ত্র (ট্রাক) ও সাখাওয়াত হোসেন খান (ঈগল)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত