Ajker Patrika

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৫৮
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শুরু

ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার ভোট দেবেন ভোটাররা। দুই দিনই সকাল নয়টা থেকে শুরু হয়ে মাঝখানে এক ঘণ্টা বিরতি দিয়ে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা মহানগর পিপি মো. আব্দুল্লাহ আবু আজকের পত্রিকাকে বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল নয়টায়। দুই দিন ভোট গ্রহণ চলবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনজীবীদের সহযোগিতা কামনা করছি।’ তিনি জানান, এবার ১৯ হাজার ৬২৯ জন আইনজীবী ভোট দেবেন।

কার্যকরী পরিষদের ২৩টি পদের জন্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে বিএনপি ও জামায়াত-সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন প্যানেল সাদা প্যানেল নামে পরিচিত এবং বিএনপি নেতৃত্বাধীন প্যানেল নীল প্যানেল নামে পরিচিত। প্রত্যেকটি প্যানেলেই ২৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট মিজানুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বিএনপি-সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি পদে রুমানা জামান ঋতু, সহসভাপতি প্রাণনাথ, কোষাধ্যক্ষ বিবি ফাতেমা মুন্নি, সিনিয়র সহসাধারণ সম্পাদক ফাহিম শরীফ, সহসাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন জয়, লাইব্রেরি সম্পাদক মো. রেজাউল হক মিয়া রিপন, সাংস্কৃতিক সম্পাদক শিখা ইসলাম, দপ্তর সম্পাদক মো. গোলাম কিবরিয়া সুমন, ক্রীড়া সম্পাদক এস এম মিজানুর রহমান ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আবুল হাসানাত জিহাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ ছাড়া সাদা প্যানেল থেকে সদস্য পদে গাজী ইমরুল, জহির উদ্দিন, আশরাফুল ইসলাম মুরাদ, মো. আসলাম হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ তানজির হোসেন রবিন, ইসমত আরা শারমিন রিমু, নাসির উদ্দিন, সঞ্জয় কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও ইয়াসিন জাহান নিশান প্রার্থী হয়েছেন। 

নীল প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক, সহসভাপতি মো. শহিদুজ্জামান, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহসাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, সহসাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হোসেন অপু, লাইব্রেরি সম্পাদক নার্গিস পারভিন মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক নুরজাহান বেগম বিউটি, দপ্তর সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মোবারক হোসেন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ ছাড়া সদস্য পদে নীল প্যানেলের প্রার্থীরা হলেন আলী মর্তুজা, মো. মাহফুজুর রহমান ইলিয়াস, আনোয়ার হোসেন, মো. আরিফ, সোহেল উদ্দিন রানা, মো. ইয়াকুব আলী, মোহাম্মদ আলী বাবু, মুক্তা বেগম, মুজাম্মেল হক, রেজাউল হক রিয়াজ ও রুবিনা আক্তার রুবা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত