গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর যোগীতলা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় এক শ্রমিক অসুস্থ হয়ে মারা গেছেন। এ নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা একই মালিকের অপর একটি কারখানায় ভাঙচুর করেছে। অভিযোগ উঠেছে কারখানার অবহেলার কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড কারখানার সুইং সেকশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত শ্রমিকের নাম শাহ আলম। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার মুসল্লিপাড়া এলাকায়। তিনি গাজীপুর মহানগরীর যোগীতলা এলাকায় আলফাজের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করতেন।
কারখানার শ্রমিকেরা জানান, রোববার সকালে ওই কারখানার সুইং সেকশনের আয়রনম্যান শাহ আলম (৩৩) কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কারখানার চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। কিন্তু সেখানে দায়িত্ব পালনকারী নার্স মিতু আক্তার অসুস্থ শ্রমিকতে চিকিৎসা না দিয়ে কাজ করতে বলেন। এর কিছুক্ষণ পর শ্রমিকের অবস্থা আরও খারাপ হলে ওই নার্স শাহ আলম স্ট্রোক করেছেন জানিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
শ্রমিকেরা অভিযোগ করেন, তাঁরা শাহ আলমকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি চাইলে কারখানা কর্তৃপক্ষ গাড়ি দিতে অনীহা প্রকাশ করে। পরে শ্রমিকেরা তাঁকে অটোরিকশায় করে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, শাহ আলম মারা যাওয়ার পর কারখানার কর্তৃপক্ষ তাঁকে সঠিক সময়ে চিকিৎসা দেয়নি। তাদের অবহেলায় বিনা চিকিৎসায় শাহ আলম মারা গেছেন। এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মাঝে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এরপর তাঁরা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা একই মালিকের পার্শ্ববর্তী টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার গেট ও জানালার কাচ ভাঙচুর করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা বাইপাস সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় গাজীপুর শিল্প পুলিশ ও জিএমপির বাসন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় শ্রমিকদের ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক এনামুল হক আহত হন। তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খাঁন জানান, মৃত শ্রমিকের বোন ও ভগ্নিপতি শাহ আলম স্ট্রোক করে মারা গেছেন বলে জানিয়েছেন। তাঁরা শাহ আলমের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি চলে গেছেন। বর্তমানে কারখানার পরিবেশ শান্ত রয়েছে।
ওসি আরও জানান, আগামীকাল সোমবার মালিক পক্ষ শ্রমিকদের নিয়ে আলোচনা করবেন কেন, কি কারণে শ্রমিক বিক্ষোভ হয়েছে।
গাজীপুর মহানগরীর যোগীতলা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় এক শ্রমিক অসুস্থ হয়ে মারা গেছেন। এ নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা একই মালিকের অপর একটি কারখানায় ভাঙচুর করেছে। অভিযোগ উঠেছে কারখানার অবহেলার কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড কারখানার সুইং সেকশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত শ্রমিকের নাম শাহ আলম। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার মুসল্লিপাড়া এলাকায়। তিনি গাজীপুর মহানগরীর যোগীতলা এলাকায় আলফাজের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করতেন।
কারখানার শ্রমিকেরা জানান, রোববার সকালে ওই কারখানার সুইং সেকশনের আয়রনম্যান শাহ আলম (৩৩) কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কারখানার চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। কিন্তু সেখানে দায়িত্ব পালনকারী নার্স মিতু আক্তার অসুস্থ শ্রমিকতে চিকিৎসা না দিয়ে কাজ করতে বলেন। এর কিছুক্ষণ পর শ্রমিকের অবস্থা আরও খারাপ হলে ওই নার্স শাহ আলম স্ট্রোক করেছেন জানিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
শ্রমিকেরা অভিযোগ করেন, তাঁরা শাহ আলমকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি চাইলে কারখানা কর্তৃপক্ষ গাড়ি দিতে অনীহা প্রকাশ করে। পরে শ্রমিকেরা তাঁকে অটোরিকশায় করে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, শাহ আলম মারা যাওয়ার পর কারখানার কর্তৃপক্ষ তাঁকে সঠিক সময়ে চিকিৎসা দেয়নি। তাদের অবহেলায় বিনা চিকিৎসায় শাহ আলম মারা গেছেন। এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মাঝে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এরপর তাঁরা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা একই মালিকের পার্শ্ববর্তী টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার গেট ও জানালার কাচ ভাঙচুর করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা বাইপাস সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় গাজীপুর শিল্প পুলিশ ও জিএমপির বাসন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় শ্রমিকদের ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক এনামুল হক আহত হন। তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খাঁন জানান, মৃত শ্রমিকের বোন ও ভগ্নিপতি শাহ আলম স্ট্রোক করে মারা গেছেন বলে জানিয়েছেন। তাঁরা শাহ আলমের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি চলে গেছেন। বর্তমানে কারখানার পরিবেশ শান্ত রয়েছে।
ওসি আরও জানান, আগামীকাল সোমবার মালিক পক্ষ শ্রমিকদের নিয়ে আলোচনা করবেন কেন, কি কারণে শ্রমিক বিক্ষোভ হয়েছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
৩৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
২ ঘণ্টা আগে