অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার লাগানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে স্লোগান দেন তাঁরা। এরপর সাড়ে ১২টায় এ ব্যানার টানান শিক্ষার্থীদের একাংশ।
ব্যানার টানানোর কারণ জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থী ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের হাবিবুর রহমান বলেন, ‘তিতুমীরকে কলেজকে বিশ্ববিদ্যালয় করার আন্দোলনের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) মূল ফটকে ব্যানার টানানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে গত ৩ ডিসেম্বর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে, গত ১৯ নভেম্বর তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিংয়ে কলেজটির শিক্ষার্থীরা জড়ো হন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কী না তা যাচাইয়ে কমিটি গঠনের আশ্বাস দেয় শিক্ষা মন্ত্রণালয়। একই দাবিতে এর আগের দিন ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘ক্লোজডাউন তিতুমীর’ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে গত ডিসেম্বর মাসের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নে চার সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে চার সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম জানিয়েছেন।
কমিটির সদস্যরা হলেন—শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য সায়মা হক বিদিশা ও ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানী ঢাকার সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি। কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার লাগানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে স্লোগান দেন তাঁরা। এরপর সাড়ে ১২টায় এ ব্যানার টানান শিক্ষার্থীদের একাংশ।
ব্যানার টানানোর কারণ জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থী ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের হাবিবুর রহমান বলেন, ‘তিতুমীরকে কলেজকে বিশ্ববিদ্যালয় করার আন্দোলনের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) মূল ফটকে ব্যানার টানানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে গত ৩ ডিসেম্বর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে, গত ১৯ নভেম্বর তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিংয়ে কলেজটির শিক্ষার্থীরা জড়ো হন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কী না তা যাচাইয়ে কমিটি গঠনের আশ্বাস দেয় শিক্ষা মন্ত্রণালয়। একই দাবিতে এর আগের দিন ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘ক্লোজডাউন তিতুমীর’ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে গত ডিসেম্বর মাসের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নে চার সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে চার সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম জানিয়েছেন।
কমিটির সদস্যরা হলেন—শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য সায়মা হক বিদিশা ও ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমউদ্দিন খান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানী ঢাকার সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি। কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। রোববার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১৭ মিনিট আগেপটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
৫ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে