Ajker Patrika

প্রতারণার মামলা: যুব মহিলা লীগ নেত্রী মিম ও তাঁর স্বামীর জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ১১
Thumbnail image

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলা পাবনা জেলা যুব মহিলা লীগের নেত্রী মিম খাতুন ওরফে আফসানা মিম ও তাঁর স্বামী ওবায়দুল্লাহকে জামিন দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার দুজনকে জামিন দেন।

বিকেলে এক দিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. রোমেন মিয়া তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন।

এ সময় মামলার বাদী মনিরুজ্জামান বাবু আদালতের হাজির ছিলেন। আসামিরা আদালতের কাছে আপসের শর্তে জামিন চান। বাদী আদালতকে বলেন, আসামিদের আপসের শর্তে জামিন দিলে তাঁর আপত্তি নেই। পরে আদালত প্রত্যেককে জামিন দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. সেলিম জামিনের বিষয় নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তিকে দুলাভাই হিসেবে মামলার বাদী মনিরুজ্জামানের সঙ্গে পরিচয় করে দেন মিম। পরে বিভিন্ন সময়ে ব্যবসার কথা বলে ১৩ লাখ ১৭ হাজার টাকা নেন মিম ও ওবায়দুল্লাহ। বিশ্বাস করে দলিল ছাড়া লেনদেন হলেও পরে দলিল করতে চাইলে তাঁরা টালবাহানা শুরু করেন।

পাওনা টাকা ফেরত দেবেন না বলে হুঁশিয়ারি দেন এবং তাঁকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দেখান।
এ ঘটনায় আটঘড়িয়া উপজেলার যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান বাবু বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেন।

এ মামলার পর গত বুধবার সকালে এই দম্পতিকে পাবনা সদর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার একদিনের রিমান্ডে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত