Ajker Patrika

অবৈধভাবে এসে ভিক্ষাবৃত্তি, সিলেটে গ্রেপ্তার ভারতীয় নাগরিক

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৮: ২৪
Thumbnail image

অবৈধ পথে সিলেটে এসে ভিক্ষাবৃত্তি করা শুরু করেছিলেন ভারতীয় নাগরিক শ্রীসিতারাম লাল চন্দ্র। এক মাস পর অবশেষে পুলিশের কাছে ধরা পড়েছেন ওই ভারতীয় নাগরিক। আজ রোববার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার সিতারাম লাল চন্দ্র (৫৫) ভারতের ছত্তিশগড় প্রদেশের বিলাসপুর জেলার মরোয়ারী থানাধীন মাটিয়াঢাল এলাকার শ্রীশ্যামলাল চন্দ্র দাসের ছেলে। 

দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, শনিবার নগরীর ভার্তখলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় ৫৩ দিন বাংলাদেশে অনুপ্রবেশের আশায় ভারতের বিভিন্ন অংশে ৫৩ দিন ঘুরে বেড়ান। এরপর জাফলং সীমান্ত দিয়ে প্রায় এক মাস আগে নদী সাঁতারে অবৈধভাবে বাংলাদেশ পৌঁছান। 

সিলেটে আসার পর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়েন তিনি। বাংলা ও হিন্দি ভাষায় কথা বলেন সিতারাম। তাঁর কাছে কোনো পাসপোর্ট কিংবা কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে কন্ট্রোল অব অ্যান্টি আইনে মামলা করেছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত