Ajker Patrika

রাজধানীতে বিআরটি প্রকল্পের সব কাজ বন্ধ: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৩: ০৭
রাজধানীতে বিআরটি প্রকল্পের সব কাজ বন্ধ: মেয়র আতিক

রাজধানীতে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সব কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। পরবর্তীতে নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে তা আবার চালু হবে বলেও জানান তিনি। 

উত্তরায় ক্রেন থেকে গার্ডার পড়ে হতাহতের দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে আজ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন ডিএনসিসি মেয়র। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন থেকে চলা এ প্রকল্প কাজ পরিচালনায় ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ বাড়ছে। এভাবে উন্নয়নকাজ চলতে দেওয়া যাবে না। আগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ 

মেয়র আরও বলেন, ‘ঢাকায় বিআরটি, মেট্রোরেলসহ বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলমান। সব প্রকল্পের পরিচালকদের আগামী বৃহস্পতিবার (১৮ আগস্ট) নগর ভবনে ডাকা হয়েছে। তাঁরা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলেই আবার কাজ শুরু করতে পারবেন।’ 

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেট কারে থাকা শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। প্রাইভেটকারটিতে একই পরিবারের সাত সদস্য ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত