Ajker Patrika

শিবচরে জাল টাকার নোটসহ গ্রেপ্তার ২

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২৩, ১৬: ০৪
শিবচরে জাল টাকার নোটসহ গ্রেপ্তার ২

মাদারীপুরের শিবচর উপজেলায় জাল টাকার নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার কাবিলপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার (২৩) ও দাদন মিয়ার ছেলে জোবায়ের মিয়া (২১)। 

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে ১১টার দিকে শিবচরের কাবিলপুর এলাকার মাদ্রাসাসংলগ্ন একটি সেতুর ওপর থেকে দুই যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোট ও একটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় শিবচর থানায় আজ মঙ্গলবার সকালে মামলা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত