নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, ৩৬টি ককটেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মাসুদ রানা চৌকিদার (৩৮), শাকিল (২১), মামুন (৪০), মো. রাব্বি (২৬), মো. আসাদ মিয়া (৪৫), মো. পলাশ শেখ (৩৭) ও আনোয়ার হোসেন (৪৪)।
ডিবি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১০ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টা ও পরবর্তী সময়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবি আরও জানায়, তাঁরা বেশ কিছুদিন ধরে আন্তজেলা ডাকাত দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় বনশ্রীর শুটিংসহ ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার, সীমান্ত সম্ভারের ক্রাউন জুয়েলার্সের চুরির ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধার, ডেমরার ফারদিন জুয়েলার্সে ডাকাতির রহস্য উদ্ঘাটন ও মালামাল উদ্ধার এবং শিল্পী জুয়েলার্সের ডাকাতি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ডিবি ৮৭ জন ডাকাতকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ডাকাতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
তদন্তে ডিবি জানতে পারে, সারা দেশে স্বর্ণের দোকানে ডাকাতিতে সক্রিয় বেশ কয়েকটি ডাকাত চক্র রয়েছে। এসব চক্র ডাকাতির আগে রেকি করে এবং অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে। এই তথ্যের ভিত্তিতে ডিবি সারা দেশে এ ধরনের আন্তজেলা ডাকাত দলের গতিবিধির ওপর নজরদারি বাড়ায়।
তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে, কিশোরগঞ্জের আনোয়ার হোসেন ও বরিশালের পলাশের নেতৃত্বে ১০-১২ জনের একটি ডাকাত দল স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকায় অভিযান চালায় এবং একটি ৭.৬২ এমএম বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মাসুদ রানা চৌকিদারকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে মাসুদ রানা ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে ৩৬টি ককটেল উদ্ধার করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে এবং আদালতে উপস্থাপনের জন্য ভিডিও ধারণ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ডাকাত দলের সদস্যরা ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে একত্রিত হয়ে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন বৌলতলী বাজারের নিউ ডলি জুয়েলার্সে ডাকাতি করার পরিকল্পনা করছিল। অন্য ডাকাতদের গ্রেপ্তারের জন্য ডিবি দল আটক মাসুদ চৌকিদারসহ দনিয়া কলেজের সামনে অপেক্ষা করতে থাকে। একপর্যায়ে সকাল আনুমানিক ১০টার দিকে একটি প্রাইভেট কার ও একটি হাইয়েস মাইক্রোবাসে ডাকাত দলের সদস্যরা সেখানে আসে। ডিবি তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাকিল, মামুন, মো. রাব্বি ও মো. আসাদ মিয়াকে গ্রেপ্তার করে এবং তাদের ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করে। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির মূল পরিকল্পনাকারী মো. পলাশ শেখ ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট সাতজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, ৩৬টি ককটেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মাসুদ রানা চৌকিদার (৩৮), শাকিল (২১), মামুন (৪০), মো. রাব্বি (২৬), মো. আসাদ মিয়া (৪৫), মো. পলাশ শেখ (৩৭) ও আনোয়ার হোসেন (৪৪)।
ডিবি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১০ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টা ও পরবর্তী সময়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবি আরও জানায়, তাঁরা বেশ কিছুদিন ধরে আন্তজেলা ডাকাত দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় বনশ্রীর শুটিংসহ ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার, সীমান্ত সম্ভারের ক্রাউন জুয়েলার্সের চুরির ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধার, ডেমরার ফারদিন জুয়েলার্সে ডাকাতির রহস্য উদ্ঘাটন ও মালামাল উদ্ধার এবং শিল্পী জুয়েলার্সের ডাকাতি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ডিবি ৮৭ জন ডাকাতকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ডাকাতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
তদন্তে ডিবি জানতে পারে, সারা দেশে স্বর্ণের দোকানে ডাকাতিতে সক্রিয় বেশ কয়েকটি ডাকাত চক্র রয়েছে। এসব চক্র ডাকাতির আগে রেকি করে এবং অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে। এই তথ্যের ভিত্তিতে ডিবি সারা দেশে এ ধরনের আন্তজেলা ডাকাত দলের গতিবিধির ওপর নজরদারি বাড়ায়।
তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে, কিশোরগঞ্জের আনোয়ার হোসেন ও বরিশালের পলাশের নেতৃত্বে ১০-১২ জনের একটি ডাকাত দল স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকায় অভিযান চালায় এবং একটি ৭.৬২ এমএম বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মাসুদ রানা চৌকিদারকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে মাসুদ রানা ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে ৩৬টি ককটেল উদ্ধার করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে এবং আদালতে উপস্থাপনের জন্য ভিডিও ধারণ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ডাকাত দলের সদস্যরা ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে একত্রিত হয়ে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন বৌলতলী বাজারের নিউ ডলি জুয়েলার্সে ডাকাতি করার পরিকল্পনা করছিল। অন্য ডাকাতদের গ্রেপ্তারের জন্য ডিবি দল আটক মাসুদ চৌকিদারসহ দনিয়া কলেজের সামনে অপেক্ষা করতে থাকে। একপর্যায়ে সকাল আনুমানিক ১০টার দিকে একটি প্রাইভেট কার ও একটি হাইয়েস মাইক্রোবাসে ডাকাত দলের সদস্যরা সেখানে আসে। ডিবি তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাকিল, মামুন, মো. রাব্বি ও মো. আসাদ মিয়াকে গ্রেপ্তার করে এবং তাদের ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করে। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির মূল পরিকল্পনাকারী মো. পলাশ শেখ ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট সাতজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
৫ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
৬ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৯ ঘণ্টা আগে