Ajker Patrika

নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ মিলল পুকুরে, মাথায় আঘাতের চিহ্ন 

নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ মিলল পুকুরে, মাথায় আঘাতের চিহ্ন 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি পুকুর থেকে ছয় দিন ধরে নিখোঁজ থাকা এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আরাফাত মিয়া (১১)। গতকাল শুক্রবার রাতে লাশটি উদ্ধার করে পুলিশ। 

আরাফাত ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ত। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২ ডিসেম্বর খেলতে গিয়ে আর ফেরেনি আরাফাত। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ৪ ডিসেম্বর সোনারগাঁ থানায় তার চাচা মানিক মিয়া সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল শুক্রবার রাতে গ্রামের কাশেম মিয়ার পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আসাদুর রহমান এসে আরাফাতের লাশ উদ্ধার করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

এ ঘটনায় আরাফাতের বাবা দেলোয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেছেন। তিনি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন। 

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা হত্যাকাণ্ড। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত