Ajker Patrika

প্রতিদিন ৮ লাখ মানুষের জন্য রান্নার আয়োজন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঢাবি প্রতিনিধি
প্রতিদিন ৮ লাখ মানুষের জন্য রান্নার আয়োজন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বন্যাকবলিত এলাকায় প্রতিদিন ৮ লাখ মানুষের জন্য খাবার রান্নার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। 

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা রান্না কর্মসূচির কথা বলেছি। জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। প্রতিদিন ৮ লাখ মানুষের জন্য রান্না করার পরিকল্পনা হাতে নিয়েছি, এ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে। দেশবাসীকে বলব, আপনারা জামা-কাপড় না দিয়ে এই মুহূর্তে আমাদের খাদ্য সামগ্রী ত্রাণ হিসেবে দেবেন।’ 

আবু বাকের মজুমদার আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থী থেকে শুরু করে সকল মানুষের সহায়তায় ২৫ হাজার পরিবারের জন্য প্যাকেজিং করা হচ্ছে। প্রতিনিয়ত আমরা ২৫ হাজার পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। বন্যাকবলিত এলাকার যে চাহিদা সে অনুযায়ী আমাদের জোগান অনেক কম। আমরা নিয়মিত ত্রাণ পাঠাচ্ছি। সব এলাকায় যদি আমরা ত্রাণ পাঠাতে চাই, তাতে আমাদের ২০ দিনের মতো সময় লাগবে।’ 

দেশবাসীকে ত্রাণ পাঠানোর অনুরোধ জানিয়ে বাকের বলেন, ‘নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাওয়া সকল ধরনের হিসাব আমরা রাখছি এবং সেগুলো নিয়মিত সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।’ 

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, ‘টিএসসি, ডাকসু ক্যাফেটেরিয়া ও বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আমাদের ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। আজকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিএসসিতে নগদ অর্থ সংগ্রহ হয়েছে ৮৫ লাখ ৬৮ হাজার। 

আরেক সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ‘রোববার বিকেল ৫টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ২০ টির বেশি ট্রাক কুমিল্লা, নোয়াখালী, ফেনি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও লক্ষ্মীপুর এলাকায় পৌঁছেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত