রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় গ্রাহকদের অতি মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ নিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) বিরুদ্ধে। উপজেলার বিভিন্ন এলাকায় এটি ‘প্রভাতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিমিটেড’ নামে পরিচিত। তবে কর্তৃপক্ষ বলছে, সাময়িক সমস্যার কারণে তারা এটি বন্ধ রেখেছেন।
আজ সোমবার দুপুরে উপজেলার হাঁটুভাঙা এলাকায় সমিতির কার্যালয়ে আবুল কালামের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে সমিতির অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে।
এর আগে রোববার বিকেলে রায়পুরা থানায় ওই এনজিও থেকে টাকা না পাওয়ার লিখিত অভিযোগ করেন শরিফ মিয়া নামে এক ভুক্তভোগী।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগে জানা যায়, ওই সমিতি মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে এককালীনসহ মাসিক টাকা জমা নেন। টাকা ফেরত চাইতে গেলে তা না দিয়ে টাকা চাইলে উল্টো তাকে বিভিন্ন হয়রানিসহ হুমকি দেওয়া হচ্ছে। তাঁর (শরিফ মিয়া) মতো আরও শতাধিক গ্রাহক জমাকৃত টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা ফেরত দিচ্ছেন না ওই এনজিও প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম।
শিবপুর উপজেলার কোন্দারপাড় এলাকার শরীফ মিয়া (৩৫) নামে একজন গ্রাহক রায়পুরা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। তিনি বলেন, ‘আমি এককালীন ১০ হাজার টাকা এবং গত বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত জমা দিয়েছি ৯ হাজার ৪ শত টাকা। মোট ১৯ হাজার ৪০০ টাকা জমা করি। কয়েক মাস যাবৎ এনজিওর কার্যক্রম বন্ধ। তাদের কাছে টাকা ফেরত চাইলেও টাকা ফেরত দিতে নানান টালবাহানা করে যাচ্ছে। তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি করছি। পাশাপাশি সকল গ্রাহকদের টাকা ফেরত চাই।’
একই এলাকার ভুক্তভোগী ও পুলিশ সদস্য তানিয়া আক্তার বলেন, ‘আমি পাঁচ হাজারের বেশি টাকা জমা দিয়েছি। আমাদের এলাকায় প্রায় ২০-২৫ জন সদস্য টাকা রেখেছেন। কারও টাকা দিচ্ছেন না। এনজিওটির কর্তৃপক্ষের কাছে টাকা চাইতে গেলে নানা ধরনের টালবাহানা করেন। আমি প্রশাসনকে বলে তাদের বিরুদ্ধে সংস্থাটির রেজিস্ট্রেশন বাতিলসহ তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে লিখিত অভিযোগ করব।’
এ বিষয়ে প্রভাতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক আবুল কালাম বলেন, ‘আমাদের কার্যালয় রায়পুরা হাটুভাঙ্গায় অবস্থিত। সাময়িক সমস্যার কারণে কিছুদিন ধরে বন্ধ রেখেছি এবং আগামী জুন মাস থেকে কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে।’
গ্রাহকের টাকা আটকে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সমস্যা আছি, তাই প্রত্যকের ২-৩ হাজার টাকা করে আটকে রেখেছি। এনজিওটি চালু হলে গ্রাহকেরা আমাদের সঙ্গে কার্যক্রম না চালালে টাকা ফেরত দিয়ে দেব।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত অনুযায়ী প্রভাতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালকসহ সকলকে আইনের আওতায় নিয়ে আসব। এ বিষয়ে কাজ করছি।’
জেলা সমবায় কর্মকর্তা মো সালমান ইকবাল বলেন, ‘জেলা কিংবা উপজেলা অফিসে অভিযোগ দিতে বলেন। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নরসিংদীর রায়পুরায় গ্রাহকদের অতি মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ নিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) বিরুদ্ধে। উপজেলার বিভিন্ন এলাকায় এটি ‘প্রভাতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিমিটেড’ নামে পরিচিত। তবে কর্তৃপক্ষ বলছে, সাময়িক সমস্যার কারণে তারা এটি বন্ধ রেখেছেন।
আজ সোমবার দুপুরে উপজেলার হাঁটুভাঙা এলাকায় সমিতির কার্যালয়ে আবুল কালামের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে সমিতির অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে।
এর আগে রোববার বিকেলে রায়পুরা থানায় ওই এনজিও থেকে টাকা না পাওয়ার লিখিত অভিযোগ করেন শরিফ মিয়া নামে এক ভুক্তভোগী।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগে জানা যায়, ওই সমিতি মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে এককালীনসহ মাসিক টাকা জমা নেন। টাকা ফেরত চাইতে গেলে তা না দিয়ে টাকা চাইলে উল্টো তাকে বিভিন্ন হয়রানিসহ হুমকি দেওয়া হচ্ছে। তাঁর (শরিফ মিয়া) মতো আরও শতাধিক গ্রাহক জমাকৃত টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা ফেরত দিচ্ছেন না ওই এনজিও প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম।
শিবপুর উপজেলার কোন্দারপাড় এলাকার শরীফ মিয়া (৩৫) নামে একজন গ্রাহক রায়পুরা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। তিনি বলেন, ‘আমি এককালীন ১০ হাজার টাকা এবং গত বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত জমা দিয়েছি ৯ হাজার ৪ শত টাকা। মোট ১৯ হাজার ৪০০ টাকা জমা করি। কয়েক মাস যাবৎ এনজিওর কার্যক্রম বন্ধ। তাদের কাছে টাকা ফেরত চাইলেও টাকা ফেরত দিতে নানান টালবাহানা করে যাচ্ছে। তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি করছি। পাশাপাশি সকল গ্রাহকদের টাকা ফেরত চাই।’
একই এলাকার ভুক্তভোগী ও পুলিশ সদস্য তানিয়া আক্তার বলেন, ‘আমি পাঁচ হাজারের বেশি টাকা জমা দিয়েছি। আমাদের এলাকায় প্রায় ২০-২৫ জন সদস্য টাকা রেখেছেন। কারও টাকা দিচ্ছেন না। এনজিওটির কর্তৃপক্ষের কাছে টাকা চাইতে গেলে নানা ধরনের টালবাহানা করেন। আমি প্রশাসনকে বলে তাদের বিরুদ্ধে সংস্থাটির রেজিস্ট্রেশন বাতিলসহ তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে লিখিত অভিযোগ করব।’
এ বিষয়ে প্রভাতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক আবুল কালাম বলেন, ‘আমাদের কার্যালয় রায়পুরা হাটুভাঙ্গায় অবস্থিত। সাময়িক সমস্যার কারণে কিছুদিন ধরে বন্ধ রেখেছি এবং আগামী জুন মাস থেকে কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে।’
গ্রাহকের টাকা আটকে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সমস্যা আছি, তাই প্রত্যকের ২-৩ হাজার টাকা করে আটকে রেখেছি। এনজিওটি চালু হলে গ্রাহকেরা আমাদের সঙ্গে কার্যক্রম না চালালে টাকা ফেরত দিয়ে দেব।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত অনুযায়ী প্রভাতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালকসহ সকলকে আইনের আওতায় নিয়ে আসব। এ বিষয়ে কাজ করছি।’
জেলা সমবায় কর্মকর্তা মো সালমান ইকবাল বলেন, ‘জেলা কিংবা উপজেলা অফিসে অভিযোগ দিতে বলেন। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
১ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
১ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
২ ঘণ্টা আগে