গজারিয়া প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় আগুনে পুড়ে গেছে একটি মশার কয়েল তৈরির কারখানা। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার টেঙ্গারচর ভাটেরচরের নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারাখানা মালিক মো. আইয়ুব আলীর দাবি, আগুনে কারখানার অধিকাংশ কাঁচামাল পুড়ে গেছে।
এ ব্যাপারে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রঞ্জিত মল্লিক বলেন, ‘আজ সকালে সাড়ে আটটার দিকে মশার কয়েলের কারখানায় আগুন লাগে। আমরা খবর পাই প্রায় ৯টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে মেসার্স হাসান এন্টারপ্রাইজ নামের একটি মশা তৈরির কারখানায় আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
কারাখানার মালিক মো. আইয়ুব আলীর বলেন, ‘আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের কবল থেকে প্রায় এক লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করছি, কারখানার অতিরিক্ত উত্তাপ থেকেই আগুন লেগেছে।’
মুন্সিগঞ্জের গজারিয়ায় আগুনে পুড়ে গেছে একটি মশার কয়েল তৈরির কারখানা। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার টেঙ্গারচর ভাটেরচরের নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারাখানা মালিক মো. আইয়ুব আলীর দাবি, আগুনে কারখানার অধিকাংশ কাঁচামাল পুড়ে গেছে।
এ ব্যাপারে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রঞ্জিত মল্লিক বলেন, ‘আজ সকালে সাড়ে আটটার দিকে মশার কয়েলের কারখানায় আগুন লাগে। আমরা খবর পাই প্রায় ৯টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে মেসার্স হাসান এন্টারপ্রাইজ নামের একটি মশা তৈরির কারখানায় আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
কারাখানার মালিক মো. আইয়ুব আলীর বলেন, ‘আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের কবল থেকে প্রায় এক লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করছি, কারখানার অতিরিক্ত উত্তাপ থেকেই আগুন লেগেছে।’
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩৯ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৪১ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে