রাজবাড়ী প্রতিনিধি
গত কয়েক দিনের পরিবহন ধর্মঘট শেষে যানবাহনে চাপ পড়েছে দৌলতদিয়া ফেরি ঘাটে। যানবাহনের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রতিটা যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে ফেরি ঘাটে। তবে এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
আজ সোমবার সকালে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারী পর্যন্ত ৪ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের সারি দেখা যায়। এসব যানবাহন গুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করে ফেরিতে উঠতে হচ্ছে। এতে করে ভোগান্তিতে চালক ও সহযোগীরা। তবে যাত্রীবাহী পরিবহন ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠতে পারছেন।
বাগেরহাট থেকে আসা পণ্যবাহী ট্রাক চালক আবদুল্লাহ বলেন, ভোর ৬টায় ঘাটে এসেছি। এখন সকাল ১০টা বাজে এখনো ফেরিতে উঠতে পারি নাই। হয়তো ফেরিতে উঠতে আরও দুই ঘণ্টা অপেক্ষায় থাকতে হবে।
কাশেম ব্যাপারী নামে আরকজন বলেন, আবার ভোগান্তি শুরু হয়ে গেছে। পদ্মা পাড়ি দিতেই অপেক্ষায় থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। ফেরি কম থাকার কারণে এই যানজট।
আরেক ট্রাক চালক আজগর মোল্লা বলেন, ৩০টি ফেরি চললেও ভোগান্তি কমবে না। যে কয়টা ফেরি আছে ঠিকমতো চললে এই যানজট থাকে না। ঘাট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সাধারণ মানুষের ভোগান্তি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, এই রুটে ছোট বড় মিলে ২০টি ফেরির মধ্যে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে যে সব যানবাহন পারের অপেক্ষায় রয়েছে তা দুপুরের মধ্যে স্বাভাবিকে চলে আসবে।
গত কয়েক দিনের পরিবহন ধর্মঘট শেষে যানবাহনে চাপ পড়েছে দৌলতদিয়া ফেরি ঘাটে। যানবাহনের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রতিটা যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে ফেরি ঘাটে। তবে এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
আজ সোমবার সকালে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারী পর্যন্ত ৪ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের সারি দেখা যায়। এসব যানবাহন গুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করে ফেরিতে উঠতে হচ্ছে। এতে করে ভোগান্তিতে চালক ও সহযোগীরা। তবে যাত্রীবাহী পরিবহন ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠতে পারছেন।
বাগেরহাট থেকে আসা পণ্যবাহী ট্রাক চালক আবদুল্লাহ বলেন, ভোর ৬টায় ঘাটে এসেছি। এখন সকাল ১০টা বাজে এখনো ফেরিতে উঠতে পারি নাই। হয়তো ফেরিতে উঠতে আরও দুই ঘণ্টা অপেক্ষায় থাকতে হবে।
কাশেম ব্যাপারী নামে আরকজন বলেন, আবার ভোগান্তি শুরু হয়ে গেছে। পদ্মা পাড়ি দিতেই অপেক্ষায় থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। ফেরি কম থাকার কারণে এই যানজট।
আরেক ট্রাক চালক আজগর মোল্লা বলেন, ৩০টি ফেরি চললেও ভোগান্তি কমবে না। যে কয়টা ফেরি আছে ঠিকমতো চললে এই যানজট থাকে না। ঘাট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সাধারণ মানুষের ভোগান্তি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, এই রুটে ছোট বড় মিলে ২০টি ফেরির মধ্যে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে যে সব যানবাহন পারের অপেক্ষায় রয়েছে তা দুপুরের মধ্যে স্বাভাবিকে চলে আসবে।
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
৩ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
১১ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
১৩ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
১৮ মিনিট আগে