Ajker Patrika

হজ ফ্লাইট শুরু হবে ৫ জুন, ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২২, ১২: ০৮
হজ ফ্লাইট শুরু হবে ৫ জুন, ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

আগামী ৩১ মে হজ ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছিল। এখন তা পরিবর্তন করে ৫ জুন হজ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমন তথ্য আজকের পত্রিকাকে জানিয়েছেন হজ এজেন্সিজ অব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। তিনি বলেন, ‘আমরা আগে থেকেই দাবি জানিয়ে আসছি হজ ফ্লাইট পেছানোর জন্য। এখন ধর্ম মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে ৩১ মের পরিবর্তে হজ ফ্লাইট শুরু হবে ৫ জুন।’ 

এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (সেন্ট্রাল অ্যান্ড অপস কন্ট্রোল) মো. আশরাফুল হক বলেন, ‘হজ ফ্লাইট পেছানোর বিষয়ে আমরা ধর্ম মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। এ বিষয়ে আলোচনা চলছে।’ 

ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনা মহামারিতে সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। 

ফ্লাইট পরিবর্তনের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত