গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর বাসন এলাকায় একটি পোশাক কারখানা ও তিনটি দোকানে গতকাল শনিবার রাতে পৃথক অগ্নিকাণ্ড হয়েছে। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া ১১টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় দিগন্ত গার্মেন্টসের ছয়তলা ভবনের ষষ্ঠতলায় ওয়াশিংরুমে অগ্নিকাণ্ড হয়। এদিকে রাত পৌনে ১২টার সময় মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় তিনটি দোকানেও আগুন লাগে।
খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পোশাক কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে, প্রয়োজনীয় কিছু কাগজপত্র পুড়ে যায়।
অপরদিকে, মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় তিনটি দোকানে আগুন লাগলে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষতিগ্রস্ত তিন দোকানি হলেন সোহেল রানা, শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান। ভোগড়া বাইপাস এলাকায় বয়লার মুরগি, লাকড়ি ও কার্টনের দোকান ছিল তাদের।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন অফিসার মো. রাজিব হোসেন বলেন, ‘প্রথমে রাত সোয়া ১১টার সময় নাওজোড় এলাকায় দিগন্ত গার্মেন্টসের ছয়তলা ভবনের ছয়তলার একটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে, ভোগড়া বাইপাস এলাকায় রাত পৌনে ১২টার সময় তিনটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’
গাজীপুর মহানগরীর বাসন এলাকায় একটি পোশাক কারখানা ও তিনটি দোকানে গতকাল শনিবার রাতে পৃথক অগ্নিকাণ্ড হয়েছে। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া ১১টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় দিগন্ত গার্মেন্টসের ছয়তলা ভবনের ষষ্ঠতলায় ওয়াশিংরুমে অগ্নিকাণ্ড হয়। এদিকে রাত পৌনে ১২টার সময় মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় তিনটি দোকানেও আগুন লাগে।
খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পোশাক কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে, প্রয়োজনীয় কিছু কাগজপত্র পুড়ে যায়।
অপরদিকে, মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় তিনটি দোকানে আগুন লাগলে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুই ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষতিগ্রস্ত তিন দোকানি হলেন সোহেল রানা, শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান। ভোগড়া বাইপাস এলাকায় বয়লার মুরগি, লাকড়ি ও কার্টনের দোকান ছিল তাদের।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন অফিসার মো. রাজিব হোসেন বলেন, ‘প্রথমে রাত সোয়া ১১টার সময় নাওজোড় এলাকায় দিগন্ত গার্মেন্টসের ছয়তলা ভবনের ছয়তলার একটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে, ভোগড়া বাইপাস এলাকায় রাত পৌনে ১২টার সময় তিনটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’
কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার বেশি মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও পদ্মার শাখা নদী এলাকায় এই অভিযান চালানো হয়।
১ মিনিট আগেপাবনার চাটমোহরে প্রাণের ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার থেকে বিপুল ভেজাল দুধ জব্দ করা হয়েছে। এ সময় দুধ সংগ্রহ, মজুত ও সরবরাহের দায়ে প্রাণ হাবের তিন কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরে উন্নত জাতের বীজের ব্র্যান্ডের মোড়কের আড়ালে সাধারণ মানের বীজ কৃষকদের কাছে বিক্রি করে যাচ্ছিল আয়েশা সিড কোম্পানি। আজ সোমবার দুপুরে মধুপুর পৌরসভার বাসাবাড়ী মার্কেটে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোম্পানিটির এমন প্রতারণার বিষয়টি ধরা পড়ে। আদালত কোম্পানির মালিক মো. রমজান আলীকে
২৮ মিনিট আগেফরিদপুরে ১৩ বছরের এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা আসামির জমি বিক্রি করে কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
৩৪ মিনিট আগে