Ajker Patrika

দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট নিয়ন্ত্রণ করে না ভিএফএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট নিয়ন্ত্রণ করে না ভিএফএস

ভিসা আবেদন প্রক্রিয়ায় বিভিন্ন রাষ্ট্রের সহযোগী হিসেবে ভিএফএস গ্লোবাল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এ কার্যক্রমের মধ্যে রয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী আবেদন ফরমসমূহ গ্রহণ ও ডকুমেন্ট সংরক্ষণ, বায়োমেট্রিক গ্রহণ এবং অ্যামবেসী/দূতাবাস কর্তৃক সিদ্ধান্ত গ্রহণের পর নিরাপদভাবে পাসপোর্ট সংশ্লিষ্ট ব্যক্তির নিকট ফেরত দেওয়া। তবে ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টের প্রাপ্যতা নিয়ন্ত্রণ করে না। 

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিএফএস যে সকল রাষ্ট্রকে সেবা প্রদান করে থাকে এই অ্যাপয়েন্টমেন্ট সংশ্লিষ্ট রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত এবং শুধুমাত্র তারাই প্রদান করে থাকে। 

ভিসা অ্যাপয়েন্টমেন্টের প্রাপ্যতা, আবশ্যকীয় ডকুমেন্টসমূহ এবং ভিসা আবেদনের সিদ্ধান্ত সম্পূর্ণ সংশ্লিষ্ট রাষ্ট্রের এবং ভিসা প্রসেসের সময়ও সম্পূর্ণ তাদের দ্বারা নিয়ন্ত্রিত। ভিএফএস গ্লোবালের এ সমস্ত ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা নেই। 

ভিসা অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ ফ্রি এবং শুধুমাত্র www. vfsglobal. com এই ওয়েবসাইটে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পাওয়া যাবে। 

বলা হয়, করোনা মহামারি পরবর্তীতে সীমিত সংখ্যায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ায় সকল প্রকার ভিসা ক্যাটাগরিতে বিশেষ করে ওয়ার্কার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী ও অপরাধী চক্র বা কালোবাজারি পরিস্থিতির সুযোগ গ্রহণ করে অর্থের বিনিময়ে ভিসা অ্যাপয়েন্টমেন্টের প্রতিশ্রুতি প্রদান করছে। ভিএফএস গ্লোবাল এরকম বহু ভুয়া ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস বা পেজ রিপোর্ট করে বন্ধ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত