Ajker Patrika

পরিবহন বন্ধে বিপাকে বাংলাবাজার ঘাটের যাত্রীরা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭: ২৫
পরিবহন বন্ধে বিপাকে বাংলাবাজার ঘাটের যাত্রীরা

তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ঘাটে এসে বিপাকে পড়েছে দক্ষিণাঞ্চলের যাত্রীরা। আজ শুক্রবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা শিবচরের বাংলাবাজার ঘাটে এসে ভোগান্তিতে পড়ে। বিআরটিসি ছাড়া দূরপাল্লার সব পরিবহন বন্ধ থাকায় পরিবহনের সংকটে পড়ে ঢাকা থেকে আসা অসংখ্য যাত্রী। মাইক্রোবাস ও থ্রি হুইলারে দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হয় যাত্রীদের।

আজ শুক্রবার দুপুরে শিবচরের বাংলাবাজার ঘাট ঘুরে দেখা গেছে, লঞ্চে পার হয়ে আসা যাত্রীরা বাংলাবাজার ঘাটে এসে বাস বন্ধ থাকায় বিপাকে পড়ে। বিআরটিসি বাস চালু থাকায় প্রচণ্ড ভিড় দেখা যায় গাড়িতে। আসনের চেয়ে অতিরিক্ত যাত্রী উঠিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এ ছাড়া অন্য সব পরিবহন বন্ধ রয়েছে। পরিবহন বন্ধ থাকায় বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, পটুয়াখালী, বাগেরহাট রুটে ভেঙে ভেঙে যেতে হচ্ছে যাত্রীদের। মাহেন্দ্র, সিএনজিচালিত থ্রি হুইলার ও ব্যাটারিচালিত থ্রি হুইলারে করে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গিয়ে গাড়ি পাল্টাতে হচ্ছে যাত্রীদের। 

বরিশালগামী যাত্রীরা জানান, বিআরটিসির বাস চলছে শুধু। তবে প্রচণ্ড ভিড়। দাঁড়িয়ে যেতে হচ্ছে। এ ছাড়া থ্রি হুইলারে দ্বিগুণ ভাড়া দিয়ে ভুরঘাটা পর্যন্ত যাওয়া যাচ্ছে। সেখান থেকে গাড়ি পাল্টে বরিশালে যাওয়া যাবে। গাড়ি বন্ধ থাকায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে। 

মাদারীপুরগামী যাত্রী মো. ইদ্রিস জানান, 'বাংলাবাজার ঘাট থেকে থ্রি হুইলারে দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে। ঢাকা থেকে আসতেও হয়েছে সিএনজিতে করে। পথে পথে ভোগান্তি হয়েছে।' 

বিএমএফ পরিবহনের চালকের সহকারী সাকিবুল হাসান বলেন, 'তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন বন্ধ রাখা হয়েছে। পরিবহন বন্ধ থাকলে আমাদের ইনকামও বন্ধ। আমরা চাই তেলের দাম কমে যাক।' 

এদিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের চাপ শুক্রবার কিছুটা বেশি রয়েছে। 

মাদবর নেভিগেশনের মালিক মো. লিটন মাদবর বলেন, 'তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় লঞ্চ চলাচলে আমাদের লোকসান হবে। তেলের দাম কমাতে হবে, নইলে যাত্রীভাড়া বাড়াতে হবে।'

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। তেলের দাম বৃদ্ধির প্রভাব এখনো পড়েনি। সকাল সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল করছে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত