Ajker Patrika

কটিয়াদীতে স্কুলছাত্রীকে ইভটিজিং, তরুণের কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
কটিয়াদীতে স্কুলছাত্রীকে ইভটিজিং, তরুণের কারাদণ্ড

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুলছাত্রীকে ইভটিজিং করার দায়ে বশির উদ্দিন (২০) নামে এক তরুণকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত বশির উদ্দিন উপজেলার লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের বাসিন্দা।

জানা গেছে, উপজেলার ঝিড়ারপাড় গ্রামের ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে যাওয়া–আসার সময় পথে উত্ত্যক্ত করে আসছিল বশির উদ্দিন। এ বিষয়ে ভুক্তভোগীর মা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেন। আজ মঙ্গলবার উভয় পক্ষকে ইউএনও কার্যালয়ে ডেকে তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত বশির উদ্দিনকে নয় মাসের কারাদণ্ড দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত