Ajker Patrika

অটিস্টিক শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

অটিস্টিক শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

সোসাইটি ফর দ্যা ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন স্কুলে শোকাবহ আগস্ট ও শেখ রাসেলের স্মরণে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সদস্য ফরিদা পারভীন। মূলত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে এগিয়ে নেওয়া, তাদের শিক্ষা ও তাদেরকে স্বাভাবিক শিশুদের ন্যায় সম-অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান সুবর্ণা চাকমা বলেন, আজকের এই চমৎকার আয়োজনের মধ্যে দিয়ে বাচ্চারা বেশ উৎসাহিত হবে।

অনুষ্ঠানটির প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগ নেত্রী ফরিদা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও দেশরত্ন শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়তে হলে সমতার প্রয়োজন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এগিয়ে নেওয়ার মাধ্যমে সমাজের যে ট্যাবু আছে তা ভেঙে দিতে হবে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য আমাদের কাজ করতে হবে। সায়মা ওয়াজেদের নেতৃত্বে বাংলাদেশে অটিজম বিষয়ে অনেক কাজ হচ্ছে। আমরাও তার নেতৃত্বে, তাকে অনুসরণ করে কাজ করে যাচ্ছি।  

অনুষ্ঠানের শুরুতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ এরপর শিশুদের পরিবেশনায় গান ও আবৃত্তি হয়। এরপর পুরস্কার বিতরণ। শিশুদের সরব উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত