Ajker Patrika

দুদকের চোখ কালো কাপড়ে বাঁধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চোখ কালো কাপড়ে বাঁধা। তাই দুর্নীতির বিরুদ্ধে কমিশনের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছে ছাত্র জনতা ঐক্যমঞ্চ। 

আজ সোমবার বিকেলে দুদক প্রধান কার্যালয়ের সামনে ‘দুর্নীতি হটাও বাংলাদেশ বাঁচাও’ স্লোগানে দুদক পুনর্গঠন ও সংস্কারের দাবিতে মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। এ সময় তারা দুদক আইন সংস্কার ও দুদকের অসাধু কর্মকর্তাদের অপসারণসহ কয়ক দফা দাবি তুলে ধরেন। 

সংগঠনটির আহ্বায়ক আবদুল্লাহ আল হোসাইন বলেন, গত ১৬ বছর দুদক চোখে কালো চশমা পরেছে। তারা যদি কালো চশমা না পরে থাকত তাহলে বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হত না। দেশের জন্য এই টাকা পাচার হওয়ার জন্য দায়ি দুর্নীতি দমন কমিশন ও অসাধু কর্মকর্তারা। 

তিনি আরও বলেন, দুদক আওয়ামী সরকারের সরকারের লেজুড়বৃত্তি সংগঠনে পরিণত হয়েছিল। স্বাধীন কমিশন হিসেবে দুদকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা তারা ব্যবহার করে নাই। 

মাহমুদুল হাসান জয় নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী বলেন, বিদেশ যারা টাকা পাচার করে পালিয়ে গেছেন, তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে এবং বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে হবে। 

এ সময় সংগঠনটির অন্যতম নেতা ফরিদ আহমেদ, ফুয়াদ সাকিবসহ অন্তত অর্ধশতাধিক কর্মী দুদক প্রধান ফটকের সামনে মানববন্ধনে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত