Ajker Patrika

কাশিমপুর কারাগারে ১২ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১১: ৫১
কাশিমপুর কারাগারে ১২ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ মাদক মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই কয়েদির নাম সানাউল্লাহ (৫৫)। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভোলানাথপুর এলাকার মৃত নইম উদ্দিনের ছেলে তিনি।

কারা কর্তৃপক্ষ জানায়, খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দী ছিলেন সানাউল্লাহ। শনিবার রাত ৯টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নুরুন্নবী ভূইঁয়া জানান, মাদক মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত হয়ে তিনি এই কারাগারে বন্দী ছিলেন। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা করে সানাউল্লাহকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত