Ajker Patrika

শ্রীপুরে গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০২৩, ২০: ৫১
শ্রীপুরে গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে গাছের নিচে চাপা পড়ে সাহিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধা উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী। 

নিহতের মেয়ে মাহফুজা বলেন, ‘সৃজিত বনভূমিতে উপকারভোগীদের বরাদ্দ করা প্লট থেকে গত দুদিন ধরে আকাশমণিগাছ কাটা হচ্ছে। কোনো ধরনের নিরাপত্তা ছাড়া এলোপাতাড়িভাবে গাছ কাটা হচ্ছে। আমার মা ওই স্থানে শুকনো লাকড়ি কুড়াতে যায়। এ সময় কাঠুরিয়ারা একটি গাছের গোড়া কেটে নিচে ফেলার সময় মা এর নিচে চাপা পড়ে। এতে আমার মায়ের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ওমর ফারুক বলেন, স্থানীয় বাসিন্দা এবায়েত উল্লাহ্ নামের এক ব্যক্তি বন বিভাগের একটি প্লট বরাদ্দ পান। বন বিভাগের নিয়ম অনুযায়ী সেই প্লট বিক্রি হয়। মেসার্স সেতু স্টিম্বার নামে একটি স মিল মালিক গাছগুলো কেনেন। তিনি স্থানীয় ব্যাপারীদের মাধ্যমে গাছগুলো কাটাচ্ছেন। গাছ কাটার সময় সেখানে এক নারী লাকড়ি কুড়ানোর সময় গাছের নিচে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। 

সেতু স্টিম্বার স মিলের মালিক গিয়াস উদ্দিনের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত