Ajker Patrika

রাজবাড়ীতে স্ত্রী হত‍্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২২: ৪৪
রাজবাড়ীতে স্ত্রী হত‍্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে রাজবাড়ীতে এক আসামিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। আজ মঙ্গলবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ জাকিয়া পারভিন এ রায় দেন। 

রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন। তিনি কালুখালী উপজেলার চাদমৃগী গ্রামের বাসিন্দা। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৩ মে পারিবারিক কলহের জের ধরে কালুখালী উপজেলার চাদমৃগী গ্রামে স্ত্রী সুফিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী আলম শেখ (৫০)। হত্যাকাণ্ডের পর আলম শেখ পালিয়ে যান। ঘটনার পরদিন নিহতের ভাই আব্দুল হামিদ মণ্ডল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ আলম শেখসহ অপর দুই আসামি জিয়াউর রহমান ও সিদ্দিক মোল্লা মধুকে গ্রেপ্তার করে। 

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ বলেন, 
 ‘দীর্ঘ শুনানি শেষে আলম শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। হত্যাকাণ্ডে জড়িত না থাকায় মামলার অপর দুই আসামি জিয়াউর রহমান ও সিদ্দিক মোল্লা মধুকে খালাস দিয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত