Ajker Patrika

ন্যায্য দাম পেলে কৃষক উৎপাদনে উৎসাহী হবে: খাদ্য উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৫, ১৬: ২১
নারায়ণগঞ্জে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: আজকের পত্রিকা

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের দাম সহনীয় হয়ে আসছে। তবে চালের দাম একদম পড়ে যাওয়া ঠিক না। কারণ, কৃষককেও ন্যায্য দাম পেতে হবে। কৃষক ন্যায্য দাম পেলে তাঁরা উৎপাদনে উৎসাহ পাবেন।

আজ শনিবার বেলা ১১টায় বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে আলী ইমাম মজুমদার এসব কথা বলেন।

খাদ্য ও ভূমি উপদেষ্টা বলেন, ‘টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, এগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড দেওয়া হবে। এবার বোরোর ভালো ফলন হয়েছে। ইনশা আল্লাহ, আমরা একটা ভালো মজুত গড়ে তুলতে পারব। বোরোর সঙ্গে অন্য ফসলের উৎপাদন ভালো হলে সরকারের যে খাদ্যবিষয়ক কর্মসূচি রয়েছে, তার সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো যাবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের দেশে গমের চাহিদা ৭০ লাখ টন। এর মধ্যে উৎপাদন হয় ১০ লাখ ট্রন। বাকি ৬০ লাখ টন গম আমদানি করতে হয়। এর মধ্যে বেশির ভাগ আমদানিকারকই বেসরকারি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত