Ajker Patrika

তেল সংগ্রহ করতে গিয়ে তরুণের মৃত্যু, অসুস্থ হয়ে বাবা ও ভাই হাসপাতালে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১২: ০২
তেল সংগ্রহ করতে গিয়ে তরুণের মৃত্যু, অসুস্থ হয়ে বাবা ও ভাই হাসপাতালে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরি থেকে ফার্নেস অয়েল সংগ্রহ করতে গিয়ে গ্যাস জমে থাকার কারণে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন ছোট ভাই ও বাবা। 

আজ সোমবার সকালে আদমজী এসও রোড এলাকার মেঘনা ডিপোতে এ ঘটনা ঘটে। 

নিহত আবু সাঈদ (২২) ওই এলাকার নাজির হোসেনের ছেলে। তিনি এসও রোড এলাকায় ইসমাঈলের তেলের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আহত হয় নিহতের ছোট ভাই ফাহিম (১২) ও তাঁর বাবা নাজির হোসেন (৪৫)। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতের পরিবার জানায়, ওই ট্যাংকলরির মালিক জাহাঙ্গীর তাঁদের গতকাল রাতে গাড়ি থেকে অবশিষ্ট তেল সংগ্রহ করে গাড়িটি পরিষ্কার করে দিতে বলে। তাঁর কথায় প্রথমে ফাহিম গাড়িটির ভেতর নামলে সে বের না হওয়ায় তাঁকে উদ্ধার করতে তাঁর বাবা নাজির ট্যাংকলরির ভেতরে নামেন। পরে তাঁদের দুজনেরই কোনো হদিস না মিললে নাজিরের বড় ছেলে আবু সাঈদও ট্যাংকলরির ভেতরে নামেন। তখন এলাকাবাসী আহত অবস্থায় তাঁদের তিনজনকে উদ্ধার করে সুফিয়া হাসপাতালে ভর্তি করেন। এ সময় সাঈদের অবস্থার অবনতি হলে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ট্যাংকলরিটির ভেতর গ্যাসের চাপ থাকায় এ ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে মৃতের বাবা নাজির হোসেন সুস্থ রয়েছেন। আর ফাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত