Ajker Patrika

বিএনপির সমাবেশ: সড়কে প্রস্তুত পুলিশ, ‘নাশকতা হলেই’ ব্যবস্থা

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৭: ৩৭
Thumbnail image

গোলাপবাগ থেকে মুগদা স্টেডিয়ামের দূরত্ব এক কিলোমিটারের বেশি। পুরো রাস্তাজুড়ে বিএনপির নেতা-কর্মীরা, যা ছুঁয়েছে বাসাবো পর্যন্ত। স্টেডিয়ামের সামনে টিটিপাড়া চেকপোস্টে দেখা মিলল পুলিশের বড় জমায়েত। রায়ট কার, এপিসি, পানি মারার গাড়িসহ জমায়েত ছত্রভঙ্গ করার সবকিছুই এখানে দাঁড় করানো।

বক্সের সামনে ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) ও সহকারী কমিশনারদের (এসি) নেতৃত্বে ফোর্স দাঁড়িয়ে। জানা গেল, বক্সের ভেতরে আছেন যুগ্ম-কমিশনার (অপরাধ) বিপ্লব বিজয় তালুকদার।

বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার ২৬ শর্তের একটি ছিল উসকানিমূলক স্লোগান না দেওয়া। তবে সমাবেশস্থল ও আশপাশে উপচে পড়া ভিড়ে সরকার-প্রধানমন্ত্রী-পুলিশ নিয়ে স্লোগানে একাকার। মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়ার আগে টিটিপাড়া মোড়ে পুলিশ দেখে উত্তেজিত স্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা। যাঁরা এদিক থেকে আসছেন তাঁরাও একই পথে হাঁটছেন। প্রচুর মানুষের ভিড়ে অনেকটা দর্শকের মতোই সব দিকে চোখ রাখছেন পুলিশ সদস্যরা।

প্রচুর মানুষের ভিড়ে অনেকটা দর্শকের মতোই সব দিকে চোখ রাখছেন পুলিশ সদস্যরা।আগে ডিএমপির গণমাধ্যম শাখায় কাজ করা এক এডিসি জানালেন, ‘কোনো ঘটনা ঘটার আগ পর্যন্ত নিজ থেকে কিছু করব না আমরা। যদি নাশকতা কিংবা হামলার মতো পরিস্থিতি হয়, তবেই অ্যাকশনে যাবে পুলিশ।’

প্রচুর মানুষের ভিড়ে অনেকটা দর্শকের মতোই সব দিকে চোখ রাখছেন পুলিশ সদস্যরা।যুগ্ম-কমিশনার বিপ্লব বিজয়ের মন্তব্য পাওয়া যাবে না বলেও জানান সামনে থাকা কর্মকর্তারা। তিনি গণমাধ্যমে কথা বলবেন না।

যখন পুলিশের সঙ্গে কথা হচ্ছিল, এর ঠিক সামনেই রাস্তায় হ্যান্ডমাইকে পুলিশবিরোধী নানা স্লোগান দিচ্ছিলেন পল্টন থানা যুবদলের নেতা-কর্মীরা।

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত