বিশেষ প্রতিনিধি, ঢাকা
গোলাপবাগ থেকে মুগদা স্টেডিয়ামের দূরত্ব এক কিলোমিটারের বেশি। পুরো রাস্তাজুড়ে বিএনপির নেতা-কর্মীরা, যা ছুঁয়েছে বাসাবো পর্যন্ত। স্টেডিয়ামের সামনে টিটিপাড়া চেকপোস্টে দেখা মিলল পুলিশের বড় জমায়েত। রায়ট কার, এপিসি, পানি মারার গাড়িসহ জমায়েত ছত্রভঙ্গ করার সবকিছুই এখানে দাঁড় করানো।
বক্সের সামনে ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) ও সহকারী কমিশনারদের (এসি) নেতৃত্বে ফোর্স দাঁড়িয়ে। জানা গেল, বক্সের ভেতরে আছেন যুগ্ম-কমিশনার (অপরাধ) বিপ্লব বিজয় তালুকদার।
বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার ২৬ শর্তের একটি ছিল উসকানিমূলক স্লোগান না দেওয়া। তবে সমাবেশস্থল ও আশপাশে উপচে পড়া ভিড়ে সরকার-প্রধানমন্ত্রী-পুলিশ নিয়ে স্লোগানে একাকার। মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়ার আগে টিটিপাড়া মোড়ে পুলিশ দেখে উত্তেজিত স্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা। যাঁরা এদিক থেকে আসছেন তাঁরাও একই পথে হাঁটছেন। প্রচুর মানুষের ভিড়ে অনেকটা দর্শকের মতোই সব দিকে চোখ রাখছেন পুলিশ সদস্যরা।
আগে ডিএমপির গণমাধ্যম শাখায় কাজ করা এক এডিসি জানালেন, ‘কোনো ঘটনা ঘটার আগ পর্যন্ত নিজ থেকে কিছু করব না আমরা। যদি নাশকতা কিংবা হামলার মতো পরিস্থিতি হয়, তবেই অ্যাকশনে যাবে পুলিশ।’
যুগ্ম-কমিশনার বিপ্লব বিজয়ের মন্তব্য পাওয়া যাবে না বলেও জানান সামনে থাকা কর্মকর্তারা। তিনি গণমাধ্যমে কথা বলবেন না।
যখন পুলিশের সঙ্গে কথা হচ্ছিল, এর ঠিক সামনেই রাস্তায় হ্যান্ডমাইকে পুলিশবিরোধী নানা স্লোগান দিচ্ছিলেন পল্টন থানা যুবদলের নেতা-কর্মীরা।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
গোলাপবাগ থেকে মুগদা স্টেডিয়ামের দূরত্ব এক কিলোমিটারের বেশি। পুরো রাস্তাজুড়ে বিএনপির নেতা-কর্মীরা, যা ছুঁয়েছে বাসাবো পর্যন্ত। স্টেডিয়ামের সামনে টিটিপাড়া চেকপোস্টে দেখা মিলল পুলিশের বড় জমায়েত। রায়ট কার, এপিসি, পানি মারার গাড়িসহ জমায়েত ছত্রভঙ্গ করার সবকিছুই এখানে দাঁড় করানো।
বক্সের সামনে ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) ও সহকারী কমিশনারদের (এসি) নেতৃত্বে ফোর্স দাঁড়িয়ে। জানা গেল, বক্সের ভেতরে আছেন যুগ্ম-কমিশনার (অপরাধ) বিপ্লব বিজয় তালুকদার।
বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার ২৬ শর্তের একটি ছিল উসকানিমূলক স্লোগান না দেওয়া। তবে সমাবেশস্থল ও আশপাশে উপচে পড়া ভিড়ে সরকার-প্রধানমন্ত্রী-পুলিশ নিয়ে স্লোগানে একাকার। মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়ার আগে টিটিপাড়া মোড়ে পুলিশ দেখে উত্তেজিত স্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা। যাঁরা এদিক থেকে আসছেন তাঁরাও একই পথে হাঁটছেন। প্রচুর মানুষের ভিড়ে অনেকটা দর্শকের মতোই সব দিকে চোখ রাখছেন পুলিশ সদস্যরা।
আগে ডিএমপির গণমাধ্যম শাখায় কাজ করা এক এডিসি জানালেন, ‘কোনো ঘটনা ঘটার আগ পর্যন্ত নিজ থেকে কিছু করব না আমরা। যদি নাশকতা কিংবা হামলার মতো পরিস্থিতি হয়, তবেই অ্যাকশনে যাবে পুলিশ।’
যুগ্ম-কমিশনার বিপ্লব বিজয়ের মন্তব্য পাওয়া যাবে না বলেও জানান সামনে থাকা কর্মকর্তারা। তিনি গণমাধ্যমে কথা বলবেন না।
যখন পুলিশের সঙ্গে কথা হচ্ছিল, এর ঠিক সামনেই রাস্তায় হ্যান্ডমাইকে পুলিশবিরোধী নানা স্লোগান দিচ্ছিলেন পল্টন থানা যুবদলের নেতা-কর্মীরা।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে