রাজবাড়ী প্রতিনিধি
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশেদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার দুপুরের পর থেকে চাপ বাড়তে থাকে। যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই দুর্ভোগ।
শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দেড় কিলোমিটার এলাকায় যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি সৃষ্টি হয়েছে। তবে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী পরিবহনগুলো আধা ঘণ্টা অপেক্ষার পরই ফেরিতে উঠতে পারছে।
এদিকে লঞ্চঘাটেও যাত্রীদের ভিড় বেড়েছে। প্রতিটি লঞ্চ দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় উপচে পড়া ভিড় নিয়েই ছেড়ে যাচ্ছে। লঞ্চ ও ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই দুর্ভোগ।
যশোর থেকে ছেড়ে আসা ট্রাকচালক খাইরুল ইসলাম বলেন, সাড়ে ৩টার দিকে ঘাট এলাকায় এসেছি। এখন বিকেল সাড়ে ৪টা বাজে। ঘাটের কাছাকাছি চলে এসেছি। হয়তো কিছু সময়ের মধ্যে ফেরিতে উঠতে পারব।
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাবেয়া পরিবহনের যাত্রী ইব্রাহিম হোসেন বলেন, ঘাটে একটু যানজট আছে। তবে বেশি সময় অপেক্ষায় থাকতে হচ্ছে না। আমি আধা ঘণ্টা ধরে অপেক্ষায় আছি। হয়তো আরও ১০-১৫ মিনিট অপেক্ষার পরই ফেরিতে উঠতে পারব।
আরেক যাত্রী মাসুদ রানা বলেন, এক-দেড় কিলোমিটার যানজট, এটা কোনো বিষয় না। কারণ গত ঈদেও বাড়ি থেকে ঢাকায় ফেরার সময় ঘাটে ৯ ঘণ্টা বসে ছিলাম। সে তুলনায় আধা ঘণ্টা-এক ঘণ্টা বসে থাকাটা ভোগান্তির মধ্যে পড়ে না।
দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীর চাপ রয়েছে। তবে কোনো প্রকার যাত্রী দুর্ভোগ নেই। তিনি জানান, এই নৌরুটে বর্তমানে ২০টি লঞ্চ চলাচল করছে।
ঘাট এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্য (টিএসআই) বিনয় কুমার বলেন, দুপুরের পর থেকে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। কিছু যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক সিরিয়ালে থাকলেও ব্যক্তিগত গাড়িগুলো সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই দুর্ভোগ।
বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের উপপরিচালক খালেদ নেওয়াজ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি চলাচল করছে। ঈদের ছুটি শেষে ঢাকামুখী যানবাহন ও যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। তবে কোনো ভোগান্তি নেই।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশেদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার দুপুরের পর থেকে চাপ বাড়তে থাকে। যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই দুর্ভোগ।
শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দেড় কিলোমিটার এলাকায় যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি সৃষ্টি হয়েছে। তবে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী পরিবহনগুলো আধা ঘণ্টা অপেক্ষার পরই ফেরিতে উঠতে পারছে।
এদিকে লঞ্চঘাটেও যাত্রীদের ভিড় বেড়েছে। প্রতিটি লঞ্চ দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় উপচে পড়া ভিড় নিয়েই ছেড়ে যাচ্ছে। লঞ্চ ও ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই দুর্ভোগ।
যশোর থেকে ছেড়ে আসা ট্রাকচালক খাইরুল ইসলাম বলেন, সাড়ে ৩টার দিকে ঘাট এলাকায় এসেছি। এখন বিকেল সাড়ে ৪টা বাজে। ঘাটের কাছাকাছি চলে এসেছি। হয়তো কিছু সময়ের মধ্যে ফেরিতে উঠতে পারব।
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাবেয়া পরিবহনের যাত্রী ইব্রাহিম হোসেন বলেন, ঘাটে একটু যানজট আছে। তবে বেশি সময় অপেক্ষায় থাকতে হচ্ছে না। আমি আধা ঘণ্টা ধরে অপেক্ষায় আছি। হয়তো আরও ১০-১৫ মিনিট অপেক্ষার পরই ফেরিতে উঠতে পারব।
আরেক যাত্রী মাসুদ রানা বলেন, এক-দেড় কিলোমিটার যানজট, এটা কোনো বিষয় না। কারণ গত ঈদেও বাড়ি থেকে ঢাকায় ফেরার সময় ঘাটে ৯ ঘণ্টা বসে ছিলাম। সে তুলনায় আধা ঘণ্টা-এক ঘণ্টা বসে থাকাটা ভোগান্তির মধ্যে পড়ে না।
দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীর চাপ রয়েছে। তবে কোনো প্রকার যাত্রী দুর্ভোগ নেই। তিনি জানান, এই নৌরুটে বর্তমানে ২০টি লঞ্চ চলাচল করছে।
ঘাট এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্য (টিএসআই) বিনয় কুমার বলেন, দুপুরের পর থেকে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। কিছু যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক সিরিয়ালে থাকলেও ব্যক্তিগত গাড়িগুলো সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই দুর্ভোগ।
বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের উপপরিচালক খালেদ নেওয়াজ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি চলাচল করছে। ঈদের ছুটি শেষে ঢাকামুখী যানবাহন ও যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। তবে কোনো ভোগান্তি নেই।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৬ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৮ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৪৩ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
২ ঘণ্টা আগে