Ajker Patrika

নিখোঁজের ৩ দিন পর পাশের ইউনিয়নের পুকুরপাড়ে মিলল বৃদ্ধার লাশ

গোপালগঞ্জ প্রতিনিধি
নিখোঁজের ৩ দিন পর পাশের ইউনিয়নের পুকুরপাড়ে মিলল বৃদ্ধার লাশ

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর একটি পুকুর পাড় থেকে শামচুন্নাহার (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের গোয়ালগ্রামের চান্দার বিলের একটি পুকুর পাড় থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মুকসুদপুর থানা-পুলিশ। সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
 
নিহত শামচুন্নাহার মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের গুণহার গ্রামের মৃত নজরুল ইসলাম মিনার স্ত্রী।

শামচুন্নাহারের ছেলে মিন্টু মিনা বলেন, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয় তার মা। বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির করে না পাওয়ার পরে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। কিন্তু তাও সন্ধান পাওয়া যায়নি।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, রোববার বিকেলে গোয়ালগ্রাম এলাকার হরেন মন্ডল নামে এক ব্যক্তির পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে এক কৃষক অর্ধগলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন লাশটি দেখে শনাক্ত করতে পেরেছে। তবে কীভাবে তিনি মারা গেছেন সেটা ময়নাতদন্তের পরেই জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত