Ajker Patrika

ক্রিকেটার রুবেলের কবর সংরক্ষণের অনুমোদনের চিঠি পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুলাই ২০২২, ২০: ০৬
ক্রিকেটার রুবেলের কবর সংরক্ষণের অনুমোদনের চিঠি পরিবারের কাছে হস্তান্তর

ক্রিকেটার রুবেলের কবর সংরক্ষণের অনুমোদনের চিঠি পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৭ জুলাই) দুপুরে নগর ভবনে ক্রিকেটার রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের অনুমোদনের চিঠি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। পরিবারের পক্ষে চিঠি গ্রহণ করেন প্রয়াত ক্রিকেটার রুবেলের স্ত্রী ফারহানা রহমান চৈতি। 

ডিএনসিসির মেয়র বলেন, ‘প্রয়াত ক্রিকেটার রুবেল জাতীয় দলের খেলোয়াড় ছিলেন, এটাই তাঁর সবচেয়ে বড় পরিচয়। রুবেল ক্রিকেট খেলার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। ক্রিকেটার রুবেলের কবরটি দায়িত্ববোধ থেকেই দ্রুততম সময়ে স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা নিয়েছি।’ 

আতিকুল ইসলাম বলেন, ‘রুবেল জাতীয় দলের খেলোয়াড় এবং মেধাবী ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু-ব্যাজ পুরস্কার পেয়েছেন। রুবেল মারা যাওয়ার পর তাঁর পরিবারের আকুতি ছিল কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের। আমরা পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯০ দিনেরও কম সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের চিঠি হস্তান্তর করতে পেরেছি।’ 

চিঠি হস্তান্তরকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ উপস্থিত ছিলেন রুবেলের পরিবারের অন্যান্য সদস্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত