ঢাবি প্রতিনিধি
ঢাকার লিট ফেস্টের দশম আসরে ‘সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা’ শীর্ষক আলোচনা সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, ‘সংস্কৃতির শক্তি ও রাজনৈতিক শক্তি দিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে। পাশাপাশি শ্রেণিবৈষম্য ও অর্থনৈতিক সংকট দূর করতে একসঙ্গে কাজ করতে হবে।’
আজ শনিবার ঢাকার লিট ফেস্টের তৃতীয় দিনে আহকাম উল্লাহর সঞ্চালনায় এ কথা বলেন গোলাম কুদ্দুস। এ সময় বৈষম্য ও সাম্প্রদায়িকতা নিয়ে আলোচনা করেন কবি কামাল চৌধুরী।
গোলাম কুদ্দুস বলেন, ‘সংস্কৃতির শক্তি দিয়ে মুক্তিযুদ্ধে সবাইকে নিয়ে অংশগ্রহণের জন্য আন্দোলন করেছিলাম। সেখানে আমরা সফল হয়েছি, কিন্তু বর্তমানে অনেকটা নিরুপায়ের মতো। একক ও সংগঠনের মাধ্যমে সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয় দেওয়া সম্ভব নয়, প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা।’
গোলাম কুদ্দুস আরও বলেন, ‘সংস্কৃতি না থাকলে লড়াইয়ের পথ দুর্বল হয়ে যায়। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হবে, লড়াইয়ের বিকল্প নেই। সংস্কৃতির জন্য লড়াই করতে না পারলে সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা গঠন করা সম্ভব নয়।’
কবি কামাল চৌধুরী বলেন, ‘বৈষম্য সারা পৃথিবীতে আছে। বাংলাদেশেও বৈষম্য আছে। নারী ও পুরুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। ধর্মের দোহাই দিয়ে ঘরে বেঁধে রাখা হয়েছে। সংস্কৃতির কাজ হচ্ছে মানুষের মুক্তির পথ সুগম করা।’
কামাল চৌধুরী আরও বলেন, ‘পুরুষতান্ত্রিকতা আমাদের জেঁকে বসেছে। একসময় গ্রামগঞ্জ থেকে অনেক সৃজনশীল মানুষ বের হতো, কিন্তু এখন সংখ্যাটা নিতান্তই কম। কারণ মানুষের মাঝে বিভেদের প্রাচীর তুলে দেওয়া হয়েছে। অসাম্প্রদায়িক মানুষ গড়ে উঠছে না।’ অসাম্প্রদায়িক মানুষ তৈরি করতে না পারার পেছনে রাষ্ট্রের পাশাপাশি সমাজেরও দায় রয়েছে বলে মন্তব্য করেন কবি কামাল চৌধুরী।
আমাদের ইতিহাসকে সাম্প্রদায়িক ইতিহাস বানানোর পাঁয়তারা চলছে। সাম্প্রদায়িক ইতিহাস বানানোর চেষ্টা সফল হলে সংস্কৃতির আন্দোলন মাঠে মারা যাবে। তাই আমাদের মৌলিক ইতিহাসের চেতনায় নিজেদের উদ্বুদ্ধ করতে হবে বলে মনে করেন কামাল চৌধুরী।
ঢাকার লিট ফেস্টের দশম আসরে ‘সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা’ শীর্ষক আলোচনা সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, ‘সংস্কৃতির শক্তি ও রাজনৈতিক শক্তি দিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে। পাশাপাশি শ্রেণিবৈষম্য ও অর্থনৈতিক সংকট দূর করতে একসঙ্গে কাজ করতে হবে।’
আজ শনিবার ঢাকার লিট ফেস্টের তৃতীয় দিনে আহকাম উল্লাহর সঞ্চালনায় এ কথা বলেন গোলাম কুদ্দুস। এ সময় বৈষম্য ও সাম্প্রদায়িকতা নিয়ে আলোচনা করেন কবি কামাল চৌধুরী।
গোলাম কুদ্দুস বলেন, ‘সংস্কৃতির শক্তি দিয়ে মুক্তিযুদ্ধে সবাইকে নিয়ে অংশগ্রহণের জন্য আন্দোলন করেছিলাম। সেখানে আমরা সফল হয়েছি, কিন্তু বর্তমানে অনেকটা নিরুপায়ের মতো। একক ও সংগঠনের মাধ্যমে সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয় দেওয়া সম্ভব নয়, প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা।’
গোলাম কুদ্দুস আরও বলেন, ‘সংস্কৃতি না থাকলে লড়াইয়ের পথ দুর্বল হয়ে যায়। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হবে, লড়াইয়ের বিকল্প নেই। সংস্কৃতির জন্য লড়াই করতে না পারলে সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা গঠন করা সম্ভব নয়।’
কবি কামাল চৌধুরী বলেন, ‘বৈষম্য সারা পৃথিবীতে আছে। বাংলাদেশেও বৈষম্য আছে। নারী ও পুরুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। ধর্মের দোহাই দিয়ে ঘরে বেঁধে রাখা হয়েছে। সংস্কৃতির কাজ হচ্ছে মানুষের মুক্তির পথ সুগম করা।’
কামাল চৌধুরী আরও বলেন, ‘পুরুষতান্ত্রিকতা আমাদের জেঁকে বসেছে। একসময় গ্রামগঞ্জ থেকে অনেক সৃজনশীল মানুষ বের হতো, কিন্তু এখন সংখ্যাটা নিতান্তই কম। কারণ মানুষের মাঝে বিভেদের প্রাচীর তুলে দেওয়া হয়েছে। অসাম্প্রদায়িক মানুষ গড়ে উঠছে না।’ অসাম্প্রদায়িক মানুষ তৈরি করতে না পারার পেছনে রাষ্ট্রের পাশাপাশি সমাজেরও দায় রয়েছে বলে মন্তব্য করেন কবি কামাল চৌধুরী।
আমাদের ইতিহাসকে সাম্প্রদায়িক ইতিহাস বানানোর পাঁয়তারা চলছে। সাম্প্রদায়িক ইতিহাস বানানোর চেষ্টা সফল হলে সংস্কৃতির আন্দোলন মাঠে মারা যাবে। তাই আমাদের মৌলিক ইতিহাসের চেতনায় নিজেদের উদ্বুদ্ধ করতে হবে বলে মনে করেন কামাল চৌধুরী।
গত বৃহস্পতিবার তদন্ত কমিটি মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত পরিদর্শন করে। এ সময় তারা ষাটনল, ষাটনল বাবু বাজার, মোহনপুর ও এখলাছপুর এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষার পর চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবরেটরিতে নিয়ে যান।
১০ মিনিট আগেআজ সকাল থেকে জেলা বিএনপির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ডাকা হরতালে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ভোরে বালিয়াডাঙ্গী চৌরাস্তার চারটি রাস্তায় বাঁশ-বেঞ্চ দিয়ে বন্ধ করে ঠাকুরগাঁও শহর থেকে উপজেলার প্রবেশপথ কালমেঘ বাজারে গাছ ফেলে হরতাল কর্মসূচি পালন করে বিএনপির নেতা-কর্মীরা। তাতে সড়কে চলাচল বন্ধ হয়ে গেলে...
৩১ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
২ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে