নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণে দগ্ধ ১৪ জনকে আজকে রোববার ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সামন্ত লাল সেন বলেছেন, যাঁদের এখানে আনা হয়েছে, তাঁদের দুইজনের শরীরের ৫০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। বাকিদের অনেকের শ্বাসনালি পুড়ে গেছে। তাঁদের কেউই শঙ্কামুক্ত নন।
চট্টগ্রাম থেকে স্থানান্তর করা ব্যক্তিদের মধ্যে সাধারণ মানুষ ১২ জন। অন্য দুজন দমকল বাহিনীর কর্মী। তাঁদের মধ্যে সাতজনকে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে বলে জানান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।
তিনি বলেন, ‘সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ জন সদস্য কাজ করছেন। উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দলও সেখানে কাজ করছে।’
হেলিকপ্টারে করে ঢাকায় আনা দগ্ধরা হলেন— ফায়ার সার্ভিস কর্মী রবিন মিয়া (২২), গাউছুল আজম (২২), মাসুম মিয়া (৩২) ফারুক হোসেন (১৬), মহিবুল্লাহ (৩০) ফরমানুল ইসলাম (৩২) ও রুবেল মিয়া (৩৪)।
বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেছেন, ‘সন্ধ্যায় হেলিকপটার যোগে সাতজনকে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্য দুইজনের ৫০ ও ৮০ শতাংশ দগ্ধ আছে। তাঁদের দুইজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাকিদের ১৫ থেকে ২০ শতাংশ হবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণে দগ্ধ ১৪ জনকে আজকে রোববার ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সামন্ত লাল সেন বলেছেন, যাঁদের এখানে আনা হয়েছে, তাঁদের দুইজনের শরীরের ৫০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। বাকিদের অনেকের শ্বাসনালি পুড়ে গেছে। তাঁদের কেউই শঙ্কামুক্ত নন।
চট্টগ্রাম থেকে স্থানান্তর করা ব্যক্তিদের মধ্যে সাধারণ মানুষ ১২ জন। অন্য দুজন দমকল বাহিনীর কর্মী। তাঁদের মধ্যে সাতজনকে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে বলে জানান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।
তিনি বলেন, ‘সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ জন সদস্য কাজ করছেন। উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দলও সেখানে কাজ করছে।’
হেলিকপ্টারে করে ঢাকায় আনা দগ্ধরা হলেন— ফায়ার সার্ভিস কর্মী রবিন মিয়া (২২), গাউছুল আজম (২২), মাসুম মিয়া (৩২) ফারুক হোসেন (১৬), মহিবুল্লাহ (৩০) ফরমানুল ইসলাম (৩২) ও রুবেল মিয়া (৩৪)।
বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেছেন, ‘সন্ধ্যায় হেলিকপটার যোগে সাতজনকে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্য দুইজনের ৫০ ও ৮০ শতাংশ দগ্ধ আছে। তাঁদের দুইজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাকিদের ১৫ থেকে ২০ শতাংশ হবে।’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪ মিনিট আগেখাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
১৬ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের পোশাক পরে এক ব্যবসায়ীর সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে ডেমরা সড়কের মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। এ ঘটনায় আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।
১ ঘণ্টা আগেমেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. টিপু সুলতান অবসরে গেলেন। আজ রোববার (২৭ জুলাই) ছিল তাঁর শেষ কর্মদিবস। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন তিনি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন সদস্য
১ ঘণ্টা আগে