নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের দাবি আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের সবার নাম–পরিচয় জানা যায়নি।
মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা নাহিদ জামাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিক্ষোভরত পোশাকশ্রমিকদের কারখানায় ঢুকে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে শ্রমিকেরা অভিযোগ করেছেন। এই ঘটনায় ৯ জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও ১৩ জন আহত প্রাথমিক চিকিৎসা নিয়ে অন্য হাসপাতালে গেছেন।’
ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন পোশাকশ্রমিক জরিনা বেগম বলেন, ‘আমরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করি। পাঁচ বছর ধরে আমাদের বেতন বাড়ে নাই। এখন বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছি। এর মধ্যে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির লোকজন এসে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা করে।’
আন্দোলনকারীরা মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনের আশপাশের এলাকায় দুইটি অসিম বাস ও একটি প্রজাপতি বাস ভাঙচুর করেছে। সে সময় প্রজাপতি বাসে অবস্থানরত চালক মো. আলাল আহত হন। তিনি বলেন, ‘শ্রমিকদের ছোড়া ইট এসে আমার মুখে লাগে। আমি বেশ আঘাত পেয়েছি।’ কথা বলার সময় তাঁর মুখ থেকে রক্ত ঝরছিল।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন বলেন, ‘আন্দোলনরত শ্রমিকদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হালকা হাতাহাতি হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। দুই-এক দিনের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা রয়েছে। এটা উপেক্ষা করে তারা আন্দোলন করছে। আমরা তাদের বুঝিয়ে তুলে দিয়েছি।’
এ দিকে বিক্ষোভ শুরু হলে মিরপুর ১০ নম্বর থেকে কালশী পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের দাবি আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের সবার নাম–পরিচয় জানা যায়নি।
মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা নাহিদ জামাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিক্ষোভরত পোশাকশ্রমিকদের কারখানায় ঢুকে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে শ্রমিকেরা অভিযোগ করেছেন। এই ঘটনায় ৯ জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও ১৩ জন আহত প্রাথমিক চিকিৎসা নিয়ে অন্য হাসপাতালে গেছেন।’
ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন পোশাকশ্রমিক জরিনা বেগম বলেন, ‘আমরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করি। পাঁচ বছর ধরে আমাদের বেতন বাড়ে নাই। এখন বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছি। এর মধ্যে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির লোকজন এসে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা করে।’
আন্দোলনকারীরা মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনের আশপাশের এলাকায় দুইটি অসিম বাস ও একটি প্রজাপতি বাস ভাঙচুর করেছে। সে সময় প্রজাপতি বাসে অবস্থানরত চালক মো. আলাল আহত হন। তিনি বলেন, ‘শ্রমিকদের ছোড়া ইট এসে আমার মুখে লাগে। আমি বেশ আঘাত পেয়েছি।’ কথা বলার সময় তাঁর মুখ থেকে রক্ত ঝরছিল।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন বলেন, ‘আন্দোলনরত শ্রমিকদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হালকা হাতাহাতি হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। দুই-এক দিনের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা রয়েছে। এটা উপেক্ষা করে তারা আন্দোলন করছে। আমরা তাদের বুঝিয়ে তুলে দিয়েছি।’
এ দিকে বিক্ষোভ শুরু হলে মিরপুর ১০ নম্বর থেকে কালশী পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৫ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৫ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৫ ঘণ্টা আগে