Ajker Patrika

গুলশানের আগুনের ঘটনায় আরও দুজন বার্ন ইনস্টিটিউটে

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ০৯
গুলশানের আগুনের ঘটনায় আরও দুজন বার্ন ইনস্টিটিউটে

রাজধানীর গুলশানে আগুনের ঘটনায় আরও দুজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাঁদের দুজনকে নিয়ে আসা হয়। আহতরা হলেন মো. মুসা শিকদার (৩৩) ও রওশন আলী (৩০)। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘গুলশানের আগুনের ঘটনায় আমাদের এখানে আরও দুই পুরুষ এসেছেন। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। তবে তাঁদের শরীরে কোনো বার্ন না থাকলেও শ্বাসনালি বার্ন থাকতে পারে। এর আগে শামা রহমান সিনহা (৩৭) নামে এক নারীকে নিয়ে আসা হয়।’ 

সামন্ত লাল সেন বলেন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মোট তিনজন ভর্তি আছেন। এর মধ্যে শামা রহমান নামে ওই নারী আইসিইউতে আছেন। তাঁর অবস্থা শঙ্কামুক্ত না। তাঁর শ্বাসনালি পুড়েছে এবং লাফ দেওয়ার ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুর ১২টায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

জানা গেছে, মুসা শিকদার গাড়িচালক এবং আহত রওশন আলী পিয়ন। প্রচণ্ড ধোঁয়ার কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে তাঁদের। 

গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ১২ তলা ভবনে আগুন লাগে। চার ঘণ্টা পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনউদ্দিন। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত