প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)
ঈদ শেষে পাটুরিয়া ও আরিচা ঘাটে ফেরি-লঞ্চযোগে গাদাগাদি করে পার হয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সরকার আগামীকাল শুক্রবার থেকে দেশব্যাপী ২ সপ্তাহ লকডাউন ঘোষণা করেছেন। এ কারণে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ।
আজ বৃহস্পতিবার বিকেলে শিবালয়ের পাটুরিয়া ও আরিচা ঘাটে এই চিত্র দেখা যায়। এ ছাড়া, পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় যাত্রীবাহী শতাধিক কোচ ও অর্ধশত ছোট গাড়ি আটকে থাকতে দেখা গেছে।
ঢাকাগামী এক যাত্রী আবদুল্লাহ রিপু আজকের পত্রিকাকে জানায়, করোনা ও লকডাউনের জন্য আজই কর্মস্থলে ফিরছেন। তিনি পাবনার ঈশ্বরদী থেকে কোন ঝুটঝামেলা ছাড়াই আরিচা পর্যন্ত পৌঁছালে ঘাট থেকে ঢাকায় ফিরতে পরিবহনের জন্য বিড়ম্বনায় পড়েন। ঢাকামুখী সাধারণ যাত্রীর তুলনায় গাড়ির সংখ্যা কম থাকায় তারমতো অনেককেই এ বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তা ছাড়া ঘাট এলাকায় থেকে যে সকল গাড়িগুলো ঢাকার দিকে ছেড়ে যাচ্ছে তাতে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। যাত্রী ভাড়াও আদায় হচ্ছে বেশি।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১২টি ও আরিচা-কাজিরহাট রুটে ৩টি ফেরি চালু রয়েছে। যাত্রীদের ভোগান্তি রোধে অল্প সময়ের মধ্যেই ঘাটে আটকে পড়া যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটি আরিচা বন্দর ও নৌ কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্তনুযায়ী আরিচা ও দৌলতদিয়া নৌরুটে ৩৩টি লঞ্চ চলাচল করছে। নৌ দুর্ঘটনা এড়াতে অনুমোদনহীন স্পিডবোটসহ ইঞ্জিন চালিত নৌকায় যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।
ঈদ শেষে পাটুরিয়া ও আরিচা ঘাটে ফেরি-লঞ্চযোগে গাদাগাদি করে পার হয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সরকার আগামীকাল শুক্রবার থেকে দেশব্যাপী ২ সপ্তাহ লকডাউন ঘোষণা করেছেন। এ কারণে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ।
আজ বৃহস্পতিবার বিকেলে শিবালয়ের পাটুরিয়া ও আরিচা ঘাটে এই চিত্র দেখা যায়। এ ছাড়া, পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় যাত্রীবাহী শতাধিক কোচ ও অর্ধশত ছোট গাড়ি আটকে থাকতে দেখা গেছে।
ঢাকাগামী এক যাত্রী আবদুল্লাহ রিপু আজকের পত্রিকাকে জানায়, করোনা ও লকডাউনের জন্য আজই কর্মস্থলে ফিরছেন। তিনি পাবনার ঈশ্বরদী থেকে কোন ঝুটঝামেলা ছাড়াই আরিচা পর্যন্ত পৌঁছালে ঘাট থেকে ঢাকায় ফিরতে পরিবহনের জন্য বিড়ম্বনায় পড়েন। ঢাকামুখী সাধারণ যাত্রীর তুলনায় গাড়ির সংখ্যা কম থাকায় তারমতো অনেককেই এ বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তা ছাড়া ঘাট এলাকায় থেকে যে সকল গাড়িগুলো ঢাকার দিকে ছেড়ে যাচ্ছে তাতে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। যাত্রী ভাড়াও আদায় হচ্ছে বেশি।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১২টি ও আরিচা-কাজিরহাট রুটে ৩টি ফেরি চালু রয়েছে। যাত্রীদের ভোগান্তি রোধে অল্প সময়ের মধ্যেই ঘাটে আটকে পড়া যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটি আরিচা বন্দর ও নৌ কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্তনুযায়ী আরিচা ও দৌলতদিয়া নৌরুটে ৩৩টি লঞ্চ চলাচল করছে। নৌ দুর্ঘটনা এড়াতে অনুমোদনহীন স্পিডবোটসহ ইঞ্জিন চালিত নৌকায় যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাসে অংশ নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কের ওপরে এই প্রতীকী ক্লাস শুরু হয়। এক ঘণ্টার এই কর্মসূচিতে শিক্ষার্থীরা
১৫ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে এসএসসি পাস মেধাবী এক কিশোরীকে চার বছর ধরে ঘরে আটকে রেখে মানসিকভাবে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার বাবা এনামুল হক ও সৎমা ফুতি বেগমের বিরুদ্ধে। মেয়েটিকে একটি অন্ধকার, স্যাঁতসেঁতে ঘরে দিনের পর দিন বন্দী করে রাখা হয়। নিয়মিত দেওয়া হতো চেতনানাশক ইনজেকশন। অবশেষে প্রতিবেশীদের সহায়তা
৩৭ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় রাতের আঁধারে বাল্কহেডের ধাক্কায় মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সাকিব উদ্দিন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরাফাত নামে একজন নিখোঁজ রয়েছে। এ ছাড়া আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে২০২১ সালে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় দালালের মাধ্যমে স্বামীর পেনশনের ১৭ লাখ টাকায় ৩ দশমিক ৬০ শতাংশ জমি ক্রয় করেন আনারা বেগম। কিন্তু একই দাগে ২০০৮ সালে ৪ শতাংশ জমি কিনেছেন দাবি করে ২০২২ সালে জোরপূর্বক বাউন্ডারি দেন প্রকৌশলী মনিরুজ্জামান।
১ ঘণ্টা আগে