Ajker Patrika

স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার

টাঙ্গাইলের নাগরপুরে জন্মের প্রথম দিনেই প্রাণ গেল এক নবজাতকের। রোববার সকাল ৯টার দিকে গলা কাটা অবস্থায় ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। জন্মের মাত্র ৬ ঘণ্টার মধ্যেই তাকে হত্যা করা হয় বলে ধারণা করছেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্টরা। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেকড়া ইউনিয়নের এক তরুণী (১৮) শনিবার রাত সাড়ে ১০টায় দিকে পেটে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ভোর রাতে ওই মেয়ে ও তার মা কমপ্লেক্সে টয়লেটে দীর্ঘ সময় অবস্থান করেন। এ সময় হাসপাতালে ভর্তিকৃত রোগীরা টয়লেটে শিশুর কান্নার শব্দ শুনতে পান। প্রায় দুই ঘণ্টা পর মা ও মেয়ে বের হয়ে বেডে আসে। রোববার সকালে নিয়মিত রোগী পরিদর্শন শেষে ওই মেয়েকে ছাড়পত্র দেন ডা. কাজল পোদ্দার। সকাল আনুমানিক নয়টার দিকে দুই পথশিশু হাসপাতালের ড্রেনে নবজাতকের মৃতদেহ দেখে লোকজন ডাকে। পরে হাসপাতাল কর্তৃপক্ষসহ আশপাশের লোকজন জড়ো হয়ে নাগরপুর থানায় খবর দিলে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে। 

শনিবার রাতে হাসপাতালে কর্তব্যরত নার্স সোনিয়া বলেন, ‘সন্তান প্রসবের বিষয়ে আমরা কিছু জানি না।’ 

উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, ‘মেয়েটি তার গর্ভবতী হওয়ার বিষয়টি গোপন রেখে পেটে ব্যথা বলে হাসপাতালে ভর্তি হয়। রোববার সকালে ছাড়পত্র নিয়ে চলে যায়।  পরে ড্রেনে নবজাতকের মরদেহ পড়ে থাকার সংবাদ শুনে নাগরপুর থানাকে অবহিত করি।’ 

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় নার্স সোনিয়াসহ ওই তরুণীর পরিবারের সদস্যদের নবজাতকের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত