Ajker Patrika

ঘিওরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১ 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১২: ৩২
ঘিওরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১ 

মানিকগঞ্জের ঘিওরে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক মো. আসিবুল (২২) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলার তেরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. আসিবুল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তেরশ্রী এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রলির চালক ও মোটরসাইকেলচালককে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। 

ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, তেরশ্রী নামক স্থানে সকাল ৮টার দিকে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ট্রলি জব্দ করে ঘিওর থানা-পুলিশের হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত