Ajker Patrika

মাকে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

কালিয়াকৈর (গাজিপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৯: ২৯
মাকে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ট্রাকস্টেশন এলাকার ভাড়া বাসা থেকে আবু বকর ওরফে সামসুল (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চিরকুটে মায়ের উদ্দেশে আবেগঘন কিছু লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আবু বকর ওরফে সামসুল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাশেমনগর এলাকার মৃত তালুক আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সামসুল কালিয়াকৈর উপজেলার ট্রাকস্টেশন এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল উদ্দিনের বাসা দেড় মাস আগে ভাড়া নেন। প্রতিদিনের মতো গত মঙ্গলবার তিনি তাঁর তিন সহযোগীর সঙ্গে এক কক্ষে শুয়ে পড়েন। সবাই ঘুমিয়ে পড়লে রাতের কোনো একসময় তিনি বাইরে থেকে ওই কক্ষে তালা ঝুলিয়ে দেন। অপর তিন সহযোগী পরদিন সকালে নিরাপত্তাকর্মীকে দিয়ে তালা খুলে ঘর থেকে বের হন। এরপর খাবার ঘরের বিমের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় ঝুলন্ত সামসুলকে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তারা সামসুলের মৃতদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুট। সামসুলের বড় ভাই জসিম উদ্দিন বলেন, ‘ময়নাতদন্তের পর আমার ভাইকে বুধবার রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ঝুলন্ত মরদেহ ও মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চিরকুটে সামসুল কাউকে দায়ী করেননি বরং মাকে কিছু আবেগঘন কথা লিখেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত