Ajker Patrika

অনেকগুলো চক্রান্তের ধাপ পেরিয়ে শুভ শক্তির জয় হয়েছে: প্রাণিসম্পদমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৪৭
অনেকগুলো চক্রান্তের ধাপ পেরিয়ে শুভ শক্তির জয় হয়েছে: প্রাণিসম্পদমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ‘অনেকগুলো চক্রান্তের ধাপ পেরিয়ে শুভ শক্তির জয় হয়েছে। ভবিষ্যতেও যদি কোনো চক্রান্ত থাকে তাহলে শুভ শক্তিরই জয় হবে।’ নির্বাচনের আগে ষড়যন্ত্র হয়েছে এবং পরে ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে এ কথা বলেন তিনি। 

আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। 
 
তিনি বলেন, ‘পৃথিবীর জন্ম থেকে এবং অনাদিকাল পর্যন্ত অসুরের সাথে সুরের যুদ্ধ হবেই। এই যুদ্ধ বরাবরই আছে, ভবিষ্যতেও থাকবে। অশুভ শক্তি বলে একটি শক্তি আছে, শুভ শক্তিও আছে। তবে শুভ শক্তিরই বিজয় হবে। অনেকগুলো চক্রান্তের ধাপ পেরিয়ে শুভ শক্তির জয় হয়েছে।’ 

ফরিদপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসক কতগুলো প্রকল্পের পরিকল্পনা করেছেন। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ফরিদপুর একটি ভিন্নধর্মী জেলা হবে। সেগুলোতে আমিও একমত। তবে প্রকল্পগুলোর বাস্তবায়ন যখন শুরু হবে, তখন জানা যাবে।’ 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এনামুল হকসহ সকল সরকারি দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত