গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন বাসযাত্রী। আহতেরা গোপালগঞ্জ সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতেরা হলেন—খুলনার ডুমুরিয়ার সাহাপুর এলাকার রাজুর স্ত্রী সায়মা বেগম (২৪) এবং একই জেলার রূপসা এলাকার মো. আলিম উদ্দিন শেখের ছেলে মিজান শেখ (২৮)।
এসব তথ্য নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আবুল হাশেম মজুমদার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের বিজয় পাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী হার্ডবোর্ড বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যানবাহন দুটি রাস্তা পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সায়মা ও মিজান নামে দুজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন বাসযাত্রী।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ৫ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের কর্মকর্তা বলেন, নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন বাসযাত্রী। আহতেরা গোপালগঞ্জ সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতেরা হলেন—খুলনার ডুমুরিয়ার সাহাপুর এলাকার রাজুর স্ত্রী সায়মা বেগম (২৪) এবং একই জেলার রূপসা এলাকার মো. আলিম উদ্দিন শেখের ছেলে মিজান শেখ (২৮)।
এসব তথ্য নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আবুল হাশেম মজুমদার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের বিজয় পাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী হার্ডবোর্ড বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যানবাহন দুটি রাস্তা পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সায়মা ও মিজান নামে দুজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন বাসযাত্রী।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ৫ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের কর্মকর্তা বলেন, নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোহন মিয়া (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
২ ঘণ্টা আগেমো. মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বেতন-ভাতাদি পেলেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন, টেলিফোন, মোবাইল ফোন ও সংবাদপত্রসংক্রান্ত কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে