Ajker Patrika

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে অবস্থান নেন শিক্ষার্থীরা। দুপুর ১টা পর্যন্ত এ বিক্ষোভ চলে। বিক্ষোভের ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ১১টা থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন। এতে মহাখালী, বনানী, গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন রাস্তায় চলাচলকারীরা। দুপুর ১টার দিকে অনেকটা বাধ্য হয়েই সড়ক ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।

বিক্ষোভ চলাকালে একটি বাসের গ্লাস ভাঙচুর এবং একজন মোটরসাইকেল চালককে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। তবে এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে জানা গেছে।

গত কয়েক দিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীরর বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, ‘দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। বিক্ষোভকারীরা সরে যাওয়ার পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত