Ajker Patrika

রাজবাড়ীতে মোটরসাইকেলের ধাক্বায় পথচারীসহ নিহত ২ 

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে মোটরসাইকেলের ধাক্বায় পথচারীসহ নিহত ২ 

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৩ জন। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাংশা উপজেলা ও রাজবাড়ী সদরে দুর্ঘটনা দুটি ঘটে। 

পাংশা উপজেলায় নিহত ব্যক্তি মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম রিপন (২৫)। তিনি বাবুপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের মাবুদ আলীর ছেলে। 

এ ঘটনায় আহত ভ্যানের তিন যাত্রীকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—মমতাজ (৬০), শাহেরা (৪৫), মনিরুল সরদার (৩০)। 

স্থানীয়দের বরাতে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, রিপন হোসেন মোটরসাইকেল চালিয়ে বাবু পাড়া থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। বাবুপাড়া ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের নয়ন মোড়ে পৌঁছালে সামনে থাকা পাংশামুখী একটি ভ্যানে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিপন হোসেনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভ্যানের তিন যাত্রী আহত হয়েছেন। 

অপরদিকে, দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের স্থানীয় সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। 

নিহত ব্যক্তির নাম নওয়াব আলী সরদার (৬০)। তিনি একই এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানায়, দুপুরে নওয়াব আলী সরদার রাস্তা পার হচ্ছিলেন। সে সময় দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রাজবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারিহা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত