Ajker Patrika

আমিনবাজারে ট্রলারডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৬: ১৩
Thumbnail image

সাভারের আমিনবাজারে তুরাগ নদে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। 

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সাভারের আমিনবাজারের তুরাগ নদে ইঞ্জিনচালিত নৌকা কেবলার চর থেকে গাবতলীর দ্বীপনগর পাড়ে যাওয়ার সময় নদীর মাঝপথে উভয় দিক থেকে দুই বালুভর্তি কার্গো যাত্রীবাহী ট্রলারের ওপরে উঠে যায়। এ সময় ট্রলার থেকে কেউ কেউ সাঁতরে তীরে পৌঁছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন। 

বড়দেশী এলাকার নারী চমক জান জানান, তিনি তাঁর দুই মেয়ে ও ৩ নাতিকে হারিয়েছেন। তাঁর মেয়েরা হলেন সোয়ালা (২০) ও রুপায়ন (২৪) এবং ৩ নাতি জেসমিন (২), আরমান (৫) ও ইমরান (৪)। চমক জানের মেয়েরা নদীর পাশে কয়লা লোড আনলোডের শ্রমিক হিসেবে কাজ করত। 

বড়দেশী এলাকার শ্রমিক রুপায়ন ও হোসাইন দম্পতি আজকের পত্রিকাকে বলেন, তাঁরা নৌকায় ছিলেন। তাঁদের নিখোঁজ দুই মেয়ে হল ফারহা মনি (৫) ও আলমিনা (৮)। দেড় বছরের টুম্পাকে সঙ্গে নিয়ে সাঁতরে উঠতে পেরেছিলেন রুপায়ন। 

ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাতঁরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ৭ জন। খবর পেয়ে সাভার ও হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সাভার থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। 

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের বিস্তারিত পরিচয় এখনো মেলেনি। বাকিদের উদ্ধার করতে অভিযান চলছে। 

জানা যায় নিখোঁজরা মূলত সিলেটের বাসিন্দা। কয়লার কাজ চলাকালীন সময়ে তাঁরা সিলেট থেকে এই এলাকায় এসে কাজ করত। সবাই আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামে ভাড়া থাকত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত