Ajker Patrika

নারায়ণগঞ্জে এক রাতে বিএনপির ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৬: ৪৭
নারায়ণগঞ্জে এক রাতে বিএনপির ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে এক রাতে বিএনপির অন্তত ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টা থেকে আজ সোমবার ভোর ৪টা পর্যন্ত শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তিনি বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ী আমরা ১২ জনকে গ্রেপ্তার করেছি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা-পুলিশ ও ডিবি পুলিশ এই অভিযান চালিয়েছে। অধিকাংশ নেতা-কর্মী বিভিন্ন রাজনৈতিক মামলায় জামিনে থাকার পরেও তাদের গ্রেপ্তার করে নতুন মামলায় জড়িয়ে দিয়েছে।‘

তিনি আরও বলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশকে সামনে রেখে এখন পর্যন্ত নতুন করে অন্তত ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ধারাবাহিক গ্রেপ্তার করে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাচ্ছে। ১০ ডিসেম্বরের মতো ধরপাকড় করেও এই সরকার সমাবেশ বানচাল করতে পারবে না।’

জেলা বিএনপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, সদর থানা বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, নাসিকের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেন, একই ওয়ার্ডের কর্মী সোহেল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মাসুদ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা শফিকুল ইসলাম শফিক।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাড. খোরশেদ মোল্লা, সহসভাপতি অ্যাড. সিদ্দিক, সদস্য সামসুল হক, জেলা শ্রমিক দল নেতা কামাল হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সদস্য হুমায়ুন ও রূপগঞ্জ থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার চৌধুরী ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত