নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের টেলিগ্রাম চ্যানেলের এডমিনসহ দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রেজাউল করিম ওরফে রাজু ও মো. জুনাইদ মিয়া।
বুধবার দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও পাঁচটি উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।
সিটিটিসির সহকারী কমিশনার (এসি) আরিফ মুহাম্মদ শাকুর জানান, শেরেবাংলা নগর থানা এলাকার আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে আনসার আল ইসলামের সদস্যরা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা অনলাইনে ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম ও অন্যান্য অ্যাপসের মাধ্যমে সংগঠনের উগ্রবাদী আদর্শ প্রচার করতেন। আনসার-আল ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ করার কাজে নিযুক্ত ছিলেন তাঁরা। তাঁরা টেলিগ্রাম অ্যাপসে ‘জিহাদ ফি সাবিলিল্লাহ’ নামে একটি উগ্রবাদী চ্যানেল পরিচালনা করতেন।
গ্রেপ্তার রাজু টেলিগ্রাম চ্যানেলের অ্যাডমিন। চ্যানেলটির শতাধিক ফলোয়ার রয়েছে। টেলিগ্রামে তাঁরা আরও একাধিক সিক্রেট গ্রুপে যুক্ত ছিলেন। এসব গ্রুপের মাধ্যমে তাঁরা নিজেদের মধ্যে যোগাযোগ করতেন বলে জানিয়েছেন এই সিটিটিসির কর্মকর্তা।
সহকারী কমিশনার (এসি) আরিফ মুহাম্মদ শাকুর বলেন, উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে নাশকতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা ছিল তাঁদের। সরকারবিরোধী প্রচারণা চালিয়ে জিহাদের মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাত করে দেশে তথাকথিত ইসলামি খিলাফত ও গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে মিটিং করছিলেন। তাঁদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের টেলিগ্রাম চ্যানেলের এডমিনসহ দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রেজাউল করিম ওরফে রাজু ও মো. জুনাইদ মিয়া।
বুধবার দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও পাঁচটি উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।
সিটিটিসির সহকারী কমিশনার (এসি) আরিফ মুহাম্মদ শাকুর জানান, শেরেবাংলা নগর থানা এলাকার আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে আনসার আল ইসলামের সদস্যরা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা অনলাইনে ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম ও অন্যান্য অ্যাপসের মাধ্যমে সংগঠনের উগ্রবাদী আদর্শ প্রচার করতেন। আনসার-আল ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ করার কাজে নিযুক্ত ছিলেন তাঁরা। তাঁরা টেলিগ্রাম অ্যাপসে ‘জিহাদ ফি সাবিলিল্লাহ’ নামে একটি উগ্রবাদী চ্যানেল পরিচালনা করতেন।
গ্রেপ্তার রাজু টেলিগ্রাম চ্যানেলের অ্যাডমিন। চ্যানেলটির শতাধিক ফলোয়ার রয়েছে। টেলিগ্রামে তাঁরা আরও একাধিক সিক্রেট গ্রুপে যুক্ত ছিলেন। এসব গ্রুপের মাধ্যমে তাঁরা নিজেদের মধ্যে যোগাযোগ করতেন বলে জানিয়েছেন এই সিটিটিসির কর্মকর্তা।
সহকারী কমিশনার (এসি) আরিফ মুহাম্মদ শাকুর বলেন, উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে নাশকতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা ছিল তাঁদের। সরকারবিরোধী প্রচারণা চালিয়ে জিহাদের মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাত করে দেশে তথাকথিত ইসলামি খিলাফত ও গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে মিটিং করছিলেন। তাঁদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৪ মিনিট আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
১৫ মিনিট আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
২০ মিনিট আগেগ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। সেই খামারের গন্ধ ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে। এখানেই শেষ নয়, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের খালে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জলাধারের পরিবেশ। এলাকাবাসী অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও থামছে না পরিবেশদূষণ।
৪১ মিনিট আগে