জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী হেনস্তার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। পরে ছয় দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র–ছাত্রীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।
জানা গেছে, গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় এক ছাত্রী হেনস্তার শিকার হন। তৎক্ষণাৎ ওই ছাত্রী বন্ধুদের কল করেন। এ সময় অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন ফটক দিয়ে পালানোর চেষ্টা করেন। একজন পালিয়ে গেলেও মেহমুদ হারুনকে নামে একজনকে ধরে ফেলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় তুলে দেওয়া হয়। আটক ব্যক্তি পুলিশ কনস্টেবল হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসের এসএএফে কর্মরত। তার বাড়ি সাভারে রাজাশনে। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম বিদ্যুৎ চৌধুরী।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র ফজলে রাব্বি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার কয়েক মাস না পেরোতেই বহিরাগত দ্বারা এখানকার ছাত্রী হেনস্তার শিকার হচ্ছে। অভিযুক্তদের যথাযথ বিচার চাই।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদ বলেন, ‘আমাদের বান্ধবীকে হেনস্তাকারীর বিচার চাই। সিসিটিভি যুক্ত নিরাপদ ক্যাম্পাস চাই। ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা দরকার।’
ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী বেদত্রয়ী গোস্বামী পৃথা বলেন, ‘আমরা এমন একটা সময় পার করছি, মানুষের ইনটেনশনের ওপর আমাদের নিরাপত্তা নির্ভর করছে। এই ঘটনার সঠিক বিচার চাই। যদি বিচার না হয়, তাহলে এই ধরনের অপকর্মকারীদের জন্য এটি একটি উদাহরণ হয়ে থাকবে। তারা এ ধরনের অপকর্ম করার আরও সাহস পাবে।’
ইংরেজি বিভাগের আরেক শিক্ষার্থী আদৃতা শ্রেয়া বলেন, ‘অন্ধকারাচ্ছন্ন সড়কে আলোর ব্যবস্থা করতে হবে। সিসিটিভির ব্যবস্থা করতে হবে। কালকের ঘটনার পর থেকে আমরা নিরাপদ কিনা এই ক্যাম্পাসে তা নিয়ে শঙ্কায় আছি।’
স্মারকলিপিতে বলা হয়েছে, আইনি পদক্ষেপের যথাযথ তদারকি, ঘটনার হালনাগাদ তথ্য শিক্ষার্থীদের জানানো, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ, ক্যাম্পাসে মূল সড়কগুলোতে সিসিটিভি স্থাপন ও প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োগ, সড়কগুলোতে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং ক্যাম্পাসে যাতায়াতে পর্যাপ্ত যানবাহন নিশ্চিত করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তাগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। অভিযুক্তর যথাযথ বিচারের চেষ্টা করব। এ ছাড়া ক্যাম্পাসের রাস্তায় নিয়মিত টহল আরও বাড়ানো হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী হেনস্তার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। পরে ছয় দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র–ছাত্রীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।
জানা গেছে, গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় এক ছাত্রী হেনস্তার শিকার হন। তৎক্ষণাৎ ওই ছাত্রী বন্ধুদের কল করেন। এ সময় অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন ফটক দিয়ে পালানোর চেষ্টা করেন। একজন পালিয়ে গেলেও মেহমুদ হারুনকে নামে একজনকে ধরে ফেলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় তুলে দেওয়া হয়। আটক ব্যক্তি পুলিশ কনস্টেবল হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসের এসএএফে কর্মরত। তার বাড়ি সাভারে রাজাশনে। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম বিদ্যুৎ চৌধুরী।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র ফজলে রাব্বি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার কয়েক মাস না পেরোতেই বহিরাগত দ্বারা এখানকার ছাত্রী হেনস্তার শিকার হচ্ছে। অভিযুক্তদের যথাযথ বিচার চাই।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদ বলেন, ‘আমাদের বান্ধবীকে হেনস্তাকারীর বিচার চাই। সিসিটিভি যুক্ত নিরাপদ ক্যাম্পাস চাই। ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা দরকার।’
ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী বেদত্রয়ী গোস্বামী পৃথা বলেন, ‘আমরা এমন একটা সময় পার করছি, মানুষের ইনটেনশনের ওপর আমাদের নিরাপত্তা নির্ভর করছে। এই ঘটনার সঠিক বিচার চাই। যদি বিচার না হয়, তাহলে এই ধরনের অপকর্মকারীদের জন্য এটি একটি উদাহরণ হয়ে থাকবে। তারা এ ধরনের অপকর্ম করার আরও সাহস পাবে।’
ইংরেজি বিভাগের আরেক শিক্ষার্থী আদৃতা শ্রেয়া বলেন, ‘অন্ধকারাচ্ছন্ন সড়কে আলোর ব্যবস্থা করতে হবে। সিসিটিভির ব্যবস্থা করতে হবে। কালকের ঘটনার পর থেকে আমরা নিরাপদ কিনা এই ক্যাম্পাসে তা নিয়ে শঙ্কায় আছি।’
স্মারকলিপিতে বলা হয়েছে, আইনি পদক্ষেপের যথাযথ তদারকি, ঘটনার হালনাগাদ তথ্য শিক্ষার্থীদের জানানো, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ, ক্যাম্পাসে মূল সড়কগুলোতে সিসিটিভি স্থাপন ও প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োগ, সড়কগুলোতে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং ক্যাম্পাসে যাতায়াতে পর্যাপ্ত যানবাহন নিশ্চিত করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তাগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। অভিযুক্তর যথাযথ বিচারের চেষ্টা করব। এ ছাড়া ক্যাম্পাসের রাস্তায় নিয়মিত টহল আরও বাড়ানো হবে।
নেত্রকোনায় আট বছর বয়সী ছেলেকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার বিকেলে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান মামলার রায় ঘোষণা করেন।
২৬ মিনিট আগেস্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, রক্তিম শর্মার বিরুদ্ধে তাঁর বিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর খুদেবার্তা (মেসেজ) দেওয়া, শ্লীলতাহানিসহ নানা অভিযোগ রয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে তাঁর কম্পিউটার ট্রেনিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখে আটকে রাখেন স্থানীয় লোকজন। একপর্যায়ে শিক্ষককে...
৩০ মিনিট আগেবগুড়ার শেরপুরে শাহীনুর রহমান (৩০) নামের আওয়ামী লীগের এক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে তাঁর স্ত্রী মোছা. রোকাইয়া বেগম বলেছেন, তাঁর স্বামী রাজনীতির সঙ্গে জড়িত নন...
১ ঘণ্টা আগেমৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এই পুশইনের ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে