Ajker Patrika

সাবেক মেয়র আইভীর ছোট ভাই রিপন মারা গেছেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আহাম্মদ আলী রেজা রিপন। ছবি: সংগৃহীত
আহাম্মদ আলী রেজা রিপন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন (৫৫) মারা গেছেন। আজ সোমবার সকালে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রিপনের ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বাদ আসর বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা হবে। এরপর মাসদাইর সিটি কবরস্থানে মায়ের কবরে তাঁর লাশ দাফন করা হবে।

উজ্জ্বল আরও বলেন, রিপন শাওয়াল মাসের রোজা রেখেছিলেন। রাত আড়াইটার দিকে তাঁরা একসঙ্গে সেহরি করেন। সকালে স্ট্রোক করে মারা যান তিনি। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

আজ সকাল ৭টার দিকে শহরের দেওভোগের চুনকা কুটিতে স্ট্রোক করেন রিপন। পরিবারের সদস্যরা তাঁকে শহরের হার্ট সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলী রেজা রিপন নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার বড় ছেলে। ২০২১ সালের ৯ এপ্রিল আহাম্মদ আলী রেজা রিপনের স্ত্রী মিতা আহাম্মদ লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুর রহমান

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত