Ajker Patrika

নিখোঁজের ৯ দিন পর ডোবা থেকে নারীর লাশ উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
নিখোঁজের ৯ দিন পর ডোবা থেকে নারীর লাশ উদ্ধার

মানিকগঞ্জের দৌলতপুরে নিখোঁজের ৯ দিন পর মমতাজ (৫০) নামের এক গৃহকর্মীর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। 

গত ১৭ অক্টোবর মমতাজ বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি উপজেলার আমবাড়ীয়া গ্রামের আব্দুল সেকের স্ত্রী। 

এ নিয়ে এলাকাবাসী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাঁরা বলছেন, পারিবারিক কলহের কারণে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত বুধবার সকালে আমবাড়ীয়া গ্রামের এক ডোবায় গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার লোকজন ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

এর আগে ১৭ অক্টোবর রাত দশটার দিকে পাশের বাড়ি থেকে টিভি দেখে আসে। রাত ২টার দিকে তাঁর স্বামীর ঘুম ভেঙে গেলে দেখেন পাশে স্ত্রী নেই। পরে বিভিন্ন জায়গায় খোঁজ ও মাইকিং করেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের ৭ দিন পর ২৪ অক্টোবর দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

মমতাজ বেগমের মেয়ে রেহেনা আক্তার বলেন, ‘আমার মায়ের মাথায় সমস্যা ছিল।’ 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘ময়নাতদন্ত শেষে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তদন্ত চলমান। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলতে পারব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত